
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে এখনও জয় অধরা ম্যানোলো মার্কোয়েজের। ইগর স্টিম্যাচ জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই ম্যানোলোকে কোচ করার সিদ্ধান্ত নেয় AIFF। শুরুটা মোটেও ভালো হয়নি তাঁর। ইন্টার কন্টিনেন্টল কাপে সিরিয়ার কাছে লজ্জাজনক হারের পাশাপাশি মরিশাসের সঙ্গেও ড্র করেছিল ভারত, এমন কী ভিয়েতনামের বিরুদ্ধেও জিততে ব্যর্থ হয় ছাংতেরা। এবার ১৮ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে চলেছে ভারতীয় ফুটবল দল। তার আগে এই ম্যাচের জন্য ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করলেন কোচ ম্যানোলো মার্কোয়েজ।
দলে এবার একাধিক পরিবর্তন করা হয়েছে। বাদ পড়েছেন ভারতীয় ফুটবল দলের একমাত্র বাঙালি খেলোয়াড় শুভাশিস বোস। ভারতের হেড কোচ ম্যানোলো মার্কোয়েজ তিনজন অভিজ্ঞ গোলরক্ষককে দলে রেখেছেন। দলের ব্যাকলাইন শক্তিশালী করতে সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি এবং রাহুল ভেকেকেও যোগ করা হয়েছে। অনিরুধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, জিকশন সিং এবং জিথিন এমএসকেও ব্লু টাইগারদের আসন্ন প্রীতি ম্যাচের জন্য দলে রাখা হয়েছে। এদিকে, মালয়েশিয়ার বিরুদ্ধে আক্রমণভাগে নেতৃত্ব দেবেন লালিয়ানজুয়ালা ছাঙতে। এবারও দলে নেই নন্দকুমার ও সাহাল।
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কয়েথ।
ডিফেন্ডার: আকাশ সাঙ্গওয়ান, আনোয়ার আলি, আশিস রাই, চিংলেনসানা সিং, হামিংথানমাওইয়া রালতে (ভালপুইয়া), মেহতাব সিং, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গান।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, সুরেশ সিং ওয়াংজাম, জিকসন সিং, লিস্টন কোলাসো, লালেংমাওয়া রালতে (আপুইয়া), জিথিন এমএস, ভিবিন মোহানান।
ফরওয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাঙতে, এডমন্ড লালরিন্ডিকা, ফারুখ চৌধুরি, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং।
এখন দেখার এবার ভারতের হয়ে নিজের প্রথম ম্যাচ জিততে পারেন কিনা ম্যানোলো মার্কোয়েজ। ভারতীয় ফুটবল দল শেষ ম্যাচ জিতেছিল প্রায় এক বছর আগে। ২০২৩ সালের ১৬ নভেম্বর ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতেছিল ভারত। তারপর থেকে আর কোনও ম্যাচ জিততে পারেনি টিম ইন্ডিয়া। বছরের মাঝামাঝি দিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন সুনীল ছেত্রী। তাঁর জায়গা এখনও পূরণ হয়নি ভারতীয় দলে। গোল করতে বারবার ব্যর্থ মনবীর-ছাঙতেরা। যার ফলে ফিফা র্যাঙ্কিংয়ে পিছতে পিছতে ১২৫ নম্বরে গিয়ে দাঁড়িয়েছে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports