বাংলা ফুটবলের অন্যতম জনপ্রিয় চরিত্রগুলোর মধ্য়ে অন্যতম মেহতাব হোসেন। সদাহাস্য এই ফুটবলার এবার বাড়িতে দুর্গাপুজো শুরু করলেন স্ত্রী মৌমিচার ইচ্ছা মতো। অনেকদিন ধরেই ভাবছিলেন বাড়িতে দুর্গাপুজো করবেন। স্ত্রী, ছেলেরা আবদার করেছিলেন। কিন্তু এতদিন বিভিন্ন কাজের ফাঁকে আর সময় করে উঠতে পারছিলেন না।
আরও পড়ুন-শ্রীলঙ্কা ম্যাচের আগে বড় ধাক্কা! বিশ্বকাপে মঞ্চে ICC-র শাস্তি ভারতীয় তারকাকে…
তবে এবারে সময় বার করে বাড়িতে দুর্গাপুজো কররা সিদ্ধান্ত নিয়েই ফেললেন মেহতাব হোসেন। নিজের অন্য ধর্মের মানুষ হলেও, স্ত্রী হিন্দু। মৌমিতার সঙ্গে থেকে তিনিও বাঙালির আচার সম্পর্কে অনেক অভিজ্ঞতাই কুড়িয়েছেন। আর মা দুর্গা সার্বজনিন। এক্ষেত্রে কোনও জাতপাতের ব্যাপার নেই। তাই মা দুর্গার আরাধনায় এবারে মাতলেন সস্ত্রীক মেহতাব।
এর পিছনে রয়েছে আরও একটা কারণ। এবারে আরজি করে খুন ধর্ষণকাণ্ডের বিচার চেয়ে আগেই বার্তা দিয়েছিলেন মেহতাব হোসেন। যাতে আরজি করের নির্যাতিতা বিচার পান, সেই জন্যেও এবছর আরও বেশি করে দুর্গোৎসব নিজের বাড়িতে শুরু করার কথা ভাবেন মেহতাব এবং মৌমিতা, নিজেই জানিয়েছেন সেকথা।
আরও পড়ুন-IPL 2025- ভারতীয় দলে অভিষেক! ১১ কোটির মালিক হচ্ছেন মায়াঙ্ক…IPL নিলামের আগে কোটিপতি নীতীশও…
মেহতাব হোসেন বলছেন, ‘অনেকদিন ধরেই মৌমিতা বলছিল, যে বাড়িতে দুর্গাপুজো করবে। আমিও ভাবছিলাম। মা দুর্গার প্রতিমা চলেও এসেছে। আমি এমনিতেও কোনও ধর্ম মানি না, আমার কাছে ধর্ম একটাই, মানবধর্ম। মৌমিতাও আমাদের ঈদের উৎসবে সামিল হয়, আমারও ভালো লাগে’।
মেহতাবের স্ত্রী মৌমিতা বলছেন, ‘এবারে ভাবলাম আরজি করের নির্যাতিতা যেন বিচার পায়, সেই জন্য এবছর থেকেই পুজো শুরু করব বাড়িতে। আমিও তো একটা মেয়ে। তাই বড় করে পুজো শুরু করার ইচ্ছা থাকলেও এবারে সেটা করব না। আমার কাছে ধর্মের কোনও ভেদাভেদ নেই’।
ইতিমধ্যেই এবারে বিভিন্ন ক্লাবের পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন মেহতাব হোসেন। ষষ্ঠির মধ্যেই বাইরের পুজো উদ্বোধনের সব কাজ সেড়ে ফেলে বাড়িতে সময় দিতে চলেছেন তিনি। তাঁর ফ্ল্যাটে সতীর্থ, বন্ধুদেরও অষ্টমির দিন সকাল থেকেই আসতে আহ্বান জানিয়েছেন মেহতাব। সন্তানরাও বেজায় খুশি বাড়িতে প্রথমবার এত বড় উৎসবের আয়োজন হওয়ায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।