
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ফুটবল ম্যাচে অস্ত্র। বন্দুক হাতে মণিপুরের ফুটবল মাঠ দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল পাঁচ যুবককে। পরনে সবুজ রঙের জার্সি, কালো শর্টস। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তৎপর হয় মণিপুর পুলিশ। শুক্রবার মণিপুর পুলিশ নিশ্চিত করেছে যে, কাংপোপকি জেলায় অবস্থিত কে গামনোমফাই গ্রামে একটি ফুটবল ম্যাচ চলাকালীন ‘অত্যাধুনিক অস্ত্র’ প্রদর্শনের অভিযোগে পাঁচ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: গোপনে ডেটিং, রিকশায় চড়ে হাতে হাত রেখে ঘোরা- সাইনা-কাশ্যপের প্রেম যেন ঠিক ছায়াছবির মতো
গ্রামের মাঠে যখন খেলা চলছিল, তখন ঘটনাটি ঘটেছিল। এর পরেই কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠে। একজন পুলিশ অফিসার বলেছেন, ‘মণিপুর পুলিশ পাঁচ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কে গামনোমফাই ভিলেজ গ্রাউন্ডে একটি ফুটবল ম্যাচ চলাকালীন অত্যাধুনিক অস্ত্র নিয়ে এই পাঁচ জনকে দেখা গিয়েছিল।’
তবে পুলিশের দাবি, আরও কয়েক জনকে অস্ত্রসহ দেখা গিয়েছিল। তাঁদেরই খোঁজে তল্লাশি চলছে। প্রায় ১০-১৫ জন দুষ্কৃতীকে ফুটবল মাঠে অস্ত্র-সহ দেখা গিয়েছিল। তাদের খোঁজও এখন চালানো হচ্ছে।
আরও পড়ুন: কোচিতে জিতলে শিল্ড জয়ের দিকে এক ধাপ এগোব… কেরল ম্যাচের আগে অকপট দাবি মোলিনার
প্রথমে ইনস্টাগ্রামেএই ভিডিয়োটি পোস্ট করেছিলেন মণিপুরের কাংপোকপি জেলার জনপ্রিয় ভ্লগার নাম্পি রোমিও হ্যানসাং। সেখানে দেখা যায়, ফুটবল খেলতে নামা একদল যুবক আমেরিকান এম সিরিজ ও একে অ্যাসল্ট রাইফেল হাতে ফুটবল খেলছেন। বন্দুকের নলগুলিতে লাল ফিতে বাঁধা ছিল।
ভিডিয়োতে একটি পোস্টারে লেখা ছিল, ‘(এল) নোহজাং কিপজেন মেমোরিয়াল প্লেগ্রাউন্ড, কে গামনোমফাই।’ স্থানীয়দের মতে, গামনোমফাই গ্রামটি ইম্ফল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ভিডিয়োতে খেলোয়াড়দের জার্সির সামনে ‘সানাখাং’ শব্দটি লেখা ছিল এবং এক খেলোয়াড়ের পিঠে ‘গিন্না কিপজেন’ লেখা ছিল, যার জার্সি নম্বর ১৫। পোস্টার অনুযায়ী, ফুটবল ম্যাচটি ২০ জানুয়ারি থেকে শুরু হয়।
আরও পড়ুন: মহমেডানের কোচের দেখা নেই, আদৌ ফিরবেন চের্নিশভ?
প্রথমে ভিডিয়োতে বন্দুকধারী খেলোয়াড়দের দৃশ্য ছিল, তবে পরে হ্যানসাং ভিডিয়োটি মুছে ফেলেন। এর পর তিনি ফুটবল ম্যাচের এডিটেড একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে বন্দুকের দৃশ্য বাদ দেওয়া হয়।
মণিপুরের মেইতেই সম্প্রদায়ের মেইতেই হেরিটেজ সোসাইটি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে লিখেছে, ‘এই ফুটবল টুর্নামেন্টের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু এতে যে ভয়ঙ্কর বিষয়টি উঠে এসেছে তা হল, খেলোয়াড়দের খোলামেলা অস্ত্র প্রদর্শন। এটি কি সাধারণ ফুটবল ম্যাচ, নাকি কুকি বিদ্রোহীদের টুর্নামেন্ট? আমরা প্রশাসনের কাছে এর যথাযথ তদন্তের দাবি জানাই।’
এদিকে মণিপুরে বৃহস্পতিবার রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার আগে মেইতেই সম্প্রদায়ের বেশ কয়েক জন দুষ্কৃতীকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তবে এবার অস্ত্র-সহ ধৃতেরা কারা, তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports