কাতারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে শিরোপা জিততে পারবে মেসির আর্জেন্তিনা। নাকি পেলের পর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা দু'টি বিশ্বকাপ জয়ের নজির গড়বে ২৩ বছর কিলিয়ান এমবাপে?
লুসেইল স্টেডিয়ামে রবিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে দুই হেভিওয়েট প্রতিপক্ষ আর্জেন্তিনা-ফ্রান্স। এই দুই দলের লড়াই কি শেষ হবে নির্দিষ্ট ৯০ মিনিটে, নাকি ১২০ মিনিট ম্যাচ গড়াবে? নাকি টাইব্রেকারে হবে ম্যাচের মীমাংসা। সব কিছু জানার জন্য় আরও কিছু সময়ের অপেক্ষা। আর এই হেভিওয়েট ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকবেন সাইমন মার্সিনিয়াক।
আরও পড়ুন: সেমিতে ফ্রান্সের কাছে হেরে এখন তৃতীয় স্থানে বিশ্বকাপ শেষ করতে মরিয়া মরক্কো কোচ
পোল্যান্ড ফুটবল সংস্থার তরফে কাতার বিশ্বকাপের রেফারির নাম ঘোষণা করা হয়েছে। তবে মার্সিনিয়াকের নাম শুনে মোটেও খুশি নন আর্জেন্তিনার ফুটবল সমর্থকেরা। । এই রেফারি আগেও আর্জেন্তিনা ম্যাচ খেলিয়েছেন। তাঁর সিদ্ধান্ত নিয়ে বিতর্কও হয়েছে।
কেন পোল্যান্ড ফুটবল সংস্থা ঘোষণা করল? কারণ, সাইমন পোল্যান্ডের। প্রথম কোনও পোলিশ রেফারি বিশ্বমঞ্চের শিরোপা নির্ধারণকারী ম্যাচের দায়িত্বে থাকবেন। ৪১ বছরের মার্সিনিয়াক ২০১৩ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি। পোলিশ শীর্ষ লিগের হাত ধরে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৯ সালে।
প্রসঙ্গত, বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্তিনা বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথও পরিচালনা করেছিলেন সাইমন। সেই ম্যাচে একটি হ্যান্ডবলের জোরালো আবেদন উঠেছিল আর্জেন্তিনা শিবির থেকে। তা নস্যাৎ করে দেন সাইমন। এমন কী ভার প্রযুক্তির সাহায্যও তিনি নেননি।
আরও পড়ুন: পর্তুগাল কোচের পদ থেকে সরছেন স্যান্টোস!
এর বাইরেও, কাতারে একটি ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন মার্সিনিয়াক। গ্রুপ পর্বে ফ্রান্স বনাম ডেনমার্ক ম্যাচও তিনি পরিচালনা করেছেন। দুই ম্যাচে সব মিলিয়ে পাঁচটি হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। নেই কোনও লাল কার্ড এবং পেনাল্টি।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও আর্জেন্তিনার একটি ম্যাচ খেলিয়েছিলেন সাইমন। সেই ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছিলেন লিওনেল মেসিরা। সেই ম্যাচেও ক্রিস্তিয়ান পাভনকে বক্সে ফাউল করা সত্ত্বেও একটি ন্যায্য পেনাল্টি না দেওয়ার অভিযোগ উঠেছিল সাইমনের বিরুদ্ধে। এ দিকে শোনা গিয়েছে, সাইমন ছাড়াও সহকারী রেফারির দায়িত্ব থাকবেন পাবেল সোকোলনিকি ও তোমাস লিস্তকিয়েজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।