শুভব্রত মুখার্জি: নিউজিল্যান্ডে চলতি মহিলা বিশ্বকাপে দুই দল ছিল দুই মেরুতে দাঁড়িয়ে ছিল বললেও ভুল হবে না। নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। অন্যদিকে জামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ফ্রান্স। ফলে বেশ কিছুটা চাপেও ছিল তারা। এমন আবহেই একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল দুই দল। মরণবাঁচন ম্যাচে সেলেকাওদের হারিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল ফ্রান্স দল। আপাতত যা পরিস্থিতি, তাতে গ্রুপ ‘এফ’ থেকে প্রথম দল হিসেবে ওঠার দৌড়ে এগিয়ে ফ্রান্স। দ্বিতীয় হতে পারে ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে পানামার বিরুদ্ধে খেলবে ফ্রান্স। ব্রাজিলের প্রতিপক্ষ জামাইকা। ব্রাজিল যদি জামাইকে হারিয়ে দেয়, তাহলে নক-আউটে চলে যাবে। ফ্রান্স পয়েন্ট খোয়াল ব্রাজিল শীর্ষে উঠে আসবে। অন্যদিকে অপর ম্যাচে ইতালিকে বিধ্বস্ত করল সুইডেন।
প্রসঙ্গত শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে ফ্রান্সের মেয়েদের দলটি। ম্যাচের ফল তাদের বিপক্ষে গেলেই গ্রুপ পর্ব থেকে বিদায় কার্যত নিশ্চিত হত। এমন অবস্থায় দাঁড়িয়ে অনবদ্য জয় ছিনিয়ে নিল তারা।
অধিনায়ক ওয়েঁদি রেনার্ড সামনে থেকে নেতৃত্ব দিলেন। ৮৩ মিনিটে তাঁর করা গোলেই ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে দিল ফ্রান্স।এই জয়ের ফলে নকআউট পর্বে যাওয়ার আশা বেঁচে থাকল ফ্রান্সের। গ্রুপ এফের শীর্ষেও উঠে এল ফ্রান্সের মহিলা দল । গ্রুপের আরেক ম্যাচে পানামাকে ১–০ ব্যবধানে হারালো জামাইকা।ফলে তারা উঠে এল পয়েন্ট তালিকার দুই নম্বর স্থানে। ব্রাজিল নেমে গেল তিনে। দুই ম্যাচে ফ্রান্স ও জামাইকার পয়েন্ট সমান। তাদের দখলে রয়েছে চার পয়েন্ট।আর ব্রাজিলের দখলে রয়েছে তিন পয়েন্ট। তবে বেশি গোলের নিরিখে শীর্ষে রয়েছে ফ্রান্স।
অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামার। ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচ খেলে ব্রাজিল এবং ফ্রান্স।যা দেখতে উপস্থিত হন প্রায় ৫০,০০০ দর্শক। আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ দারুণ উপভোগ্য হয়ে ওঠে। ম্যাচের ১৭ মিনিটে অভিজ্ঞ স্ট্রাইকার ইউজিনি লা সমারের গোলে এগিয়ে যায় ফ্রান্স। জাতীয় দলের হয়ে লা সমারের ৯০তম গোল এটি। বিরতির পর সমতায় ফেরে ব্রাজিল। ৫৮ মিনিটে গোল করে ব্রাজিলকে ম্যাচে ফেরান ডেবিনিয়া।৩১ বছর বয়সী ফরোয়ার্ড শুধু গোলরক্ষক পেইরা মাগনঁকে বোকা বানিয়ে গোল করে ব্রাজিলের হয়ে ম্যাচে সমতা ফেরান।এরপর ৮৩ মিনিটে কর্নার থেকে সেলমা বাচারের বাঁকানো শটে বল পেয়ে যান অরক্ষিত অবস্থায় থাকা রেনার্ড। দুরন্ত হেডে বাজিমাত করেন রেনার্ড। ২-১ ফলে শেষ পর্যন্ত ম্যাচ জেতে ফ্রান্স।
দিনের অপর ম্যাচে ইতালিকে ৫–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুইডেন। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছিল সুইডিশ মেয়েরা। ফলে টানা দুই জয় পেলেন তাঁরা। এই মুহূর্তে ‘জি’ গ্রুপ থেকে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করেছেন তাঁরা। ইতালি প্রথম ম্যাচে হারিয়েছিল আর্জেন্তিনাকে। শনিবার তারাই হজম করল পাঁচ গোল।প্রথমার্ধের ৩৯ মিনিটে প্রথম গোল করেন আমান্ডা ইলেস্টেট। পাঁচ মিনিট পরে ব্যবধান বাড়ান ফ্রিডোলিনা রলফো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন স্টিনা ব্ল্যাকস্টেনিয়াস।ফলে ৩-০ গোলে এগিয়ে যায় সুইডেন। দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল করেন আমান্ডা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে ইতালির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রেবেকা ব্লমভিস্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।