মরশুমের প্রথম ডার্বি সম্ভবত ডুরান্ড কাপের হাত ধরেই হচে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, ডুরান্ড কাপে একই গ্রুপে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। আর দুই দল সম্ভবত ১১ অগস্ট মুখোমুখি হতে চলেছে। অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই ইস্ট-মোহন ধুন্ধুমার।
বিশ্বস্ত সূত্রের খবর থেকে জানা গিয়েছে, বাংলাদেশের সেনা টিমের বিরুদ্ধে ডুরান্ড অভিযান শুরু করবে মোহনবাগান। আর ১১ অগস্ট খেলবে ডার্বি ম্যাচ। স্বাভাবিক ভাবে আর্জেন্তিনার বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে উন্মাদনা থামার আগেই শুরু হয়ে যাবে বহু প্রতীক্ষিত ডার্বিকে ঘিরে উৎসব।
বাঙালির কাছে ডার্বি মানেই তো বড় উৎসব। এই একটা দিনেই তো বাংলা এবং বাঙালি দু'ভাগে ভাগ হয়ে যায। ইস্ট-মোহনের লড়াই ঘিরে আবেগ, উদ্দীপনা, উন্মদনা সবটাই ফুটবলপ্রেমী বাঙালিকে একেবারে আষ্টেপিষ্টে জড়িয়ে রাখে।
আরও পড়ুন: ফেরান্দোর কাজে নাক গলাবেন না হাবাস, এমনই দাবি মোহনবাগানের, তাতেও চাপে থাকবেন জুয়ান
৩ অগস্ট থেকে ডুরান্ড কাপ শুরু হতে চলেছে। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রায় ২৭ বছর পর ফের ডুরান্ড কাপে যোগ দিচ্ছে বিদেশি দল। এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম টুর্নামেন্টে যোগ দিতে চলেছে নেপাল, ভুটান, বাংলাদেশের দল।
ডুরান্ডের প্রথম এবং ফাইনাল ম্যাচ হবে কলকাতায়। তবে ডার্বি কোথায় হবে, সেটা এখনও জানা যায়নি। গুয়াহাটি, কোকরাঝাড়, শিলংয়েও অনুষ্ঠিত হবে ডুরান্ড কাপের ম্যাচ। ইস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও কলকাতার তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিংও অংশ নেবে ডুরান্ড কাপে।
আরও পড়ুন: কুয়েতের বিরুদ্ধে সাইড ভলিতে দুরন্ত গোল, SAFF Championship-এ ইতিহাস লিখে ফেললেন সুনীল ছেত্রী
বাকি দলগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, হায়দরাবাদ এফসি, চেন্নাইয়িন এফসি, রাউন্ডগ্লাস পঞ্জাব, এফসি গোয়া, গোকুলম কেরালা, রাজস্থান ইউনাইটেড, শিলং লাজং, দিল্লি এফসি, বোড়োল্যান্ড এফসি, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম, বাংলাদেশ সার্ভিসেস, ভুটান সার্ভিসেস এবং নেপাল সার্ভিসেস। মোট ২৪টি দলকে নিয়ে হচ্ছে এবারের ডুরান্ড কাপ।
এদিকে মোহনবাগানের এএফসি কাপের ম্যাচ একদিন পিছোতে চলেছে। ১৫ অগস্টের বদলে সম্ভবত ১৬ অগস্ট হবে এএফসি কাপের ম্যাচ। এদিকে ১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তাই ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে মোহনবাগান। সম্ভবত সেই আবেদনে সাড়া দিয়ে একদিন পিছানো হচ্ছে এএফসি কাপের ম্যাচটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।