বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL টেবলে তিনে শেষ করলেও, একগুচ্ছ নজির কিন্তু গড়ে ফেলেছে ATK MB

ISL টেবলে তিনে শেষ করলেও, একগুচ্ছ নজির কিন্তু গড়ে ফেলেছে ATK MB

এটিকে মোহনবাগান টিম।

এ বারের হিরো আইএসএলে ভারতীয়দের দ্বারা হওয়া সবচেয়ে বেশি গোল এটিকে মোহনবাগানেরই। সব মিলিয়ে ১৯টি গোল করেছেন দলের ভারতীয়রা। আর কোনও দলের ভারতীয় ফুটবলাররা এত গোল করতে পারেননি। ২০১৮-১৯ মরশুমে বেঙ্গালুরু এফসি দলের ভারতীয় ফুটবলাররা ২০টি গোল করেছিলেন।

এই বারও লিগ শিল্ড জিততে পারেনি এটিকে মোহনবাগান। আইএসএল তালিকার তিনেই শেষে করতে হয়েছে এটিকে মোহনবাগানকে। তবে কিছু নজির সবুজ-মেরুন ব্রিগেড তাদের লিগ পর্বে করেছে।

এর আগেও কলকাতার এটিকে মোহনবাগান তাদের প্রথম দুই মরশুমে সেরা চারে ছিল। সেই ধারাই বজায় রাখল এটিকে মোহনবাগানও।

এ বছর টানা ১৫টি ম্যাচে অপরাজিত ছিল তারা। কিন্তু লিগ পর্বের শেষ ম্যাচে তাদের সেই ধারাবাহিকতা ব্যহত হয়। তবে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকার নজির যুগ্ম ভাবে তারা গড়েছে। এর আগে এফসি গোয়া টানা ১৫ ম্যাচে অপরাজিত থেকে এই রেকর্ড গড়েছিল, যা ছুঁল এটিকে মোহনবাগান। এফসি গোয়া যখন এই রেকর্ড গড়ে, তখনও (২০২০-২১) তাদের কোচ ছিলেন যিনি, সেই স্পেনের জুয়ান ফেরান্দোর প্রশিক্ষণেই এই নজির ছুঁয়ে ফেলল সবুজ-মেরুন শিবির।

চলতি মরশুমে তারা মাত্র তিনটি ম্যাচে হেরেছে। গত মরশুমে তারা চারটি ম্যাচে হার মেনেছিল। এ বার সবচেয়ে কম হারের সেই নজির ভেঙে যুগ্মভাবে নতুন নজির গড়ল তারা। জামশেদপুরও তিনটি ম্যাচই হেরেছে। আর হারার জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে তারা এ বার ১২ পয়েন্ট অর্জন করেছে, যা বেঙ্গালুরু এফসি-র সঙ্গে সমান।

প্রথম আন্তোনিও লোপেজ হাবাস ও পরে ফেরান্দোর প্রশিক্ষণাধীন কলকাতার দল এ বার সাতটি ম্যাচে ড্র করেছে, যা যুগ্ম ভাবে দ্বিতীয়। কেরালা ব্লাস্টার্সও সাতটি ম্যাচে ড্র করেছে এ বারের লিগে। ড্রয়ের সংখ্যার দিক থেকে সবার ওপরে রয়েছে এসসি ইস্টবেঙ্গল (৮)। হারের দিক থেকেও সবার ওপরে তারা।

লিগ পর্বে মোট ৩৭টি গোল করেছে এটিকে মোহনবাগান। যা হায়দরাবাদ এফসি (৪৩), জামশেদপুর এফসি-র (৪২) পরেই তিন নম্বরে। এই ৩৭টি গোলের মধ্যে ২৮টিই তারা করেছে ওপেন প্লে থেকে এবং ন’টি হয়েছে থ্রু পাস থেকে। ওপেন থেকে এতগুলো গোল আর কোনও দল এ বারের লিগে করতে পারেনি। থ্রু পাস থেকে করা গোলেও সবুজ-মেরুন শিবিরই সেরা।

তবে সেটপিস থেকে করা গোলের দিক থেকে একেবারে নীচের দিকে রয়েছে জুয়ান ফেরান্দোর দল। সেটপিস থেকে দশেরও কম গোল করেছে যারা এমন পাঁচটি দলের মধ্যে রয়েছে এটিকে মোহনবাগান। সেরা চারটি দলের মধ্যে তারাই সেটপিস থেকে সবচেয়ে কম গোল করেছে।

সেমিফাইনালে উঠলেও সেটপিসে অক্ষমতার চেয়েও একটি বড় নেতিবাচক দিক দেখা গিয়েছে এটিকে মোহনবাগানের। লিগ পর্বে সবচেয়ে বেশি লাল কার্ড তাদের ফুটবলাররাই দেখেছেন। মোট তিনটি লালকার্ড দেখেছে তারা। লাল কার্ড দেখেছেন দীপক টাঙরি, প্রবীর দাস ও রয় কৃষ্ণা।

নেতিবাচক থেকে বরং ইতিবাচক দিকে ফেরা যাক। এ বারের হিরো আইএসএলে ভারতীয়দের দ্বারা হওয়া সবচেয়ে বেশি গোল এটিকে মোহনবাগানেরই। সব মিলিয়ে ১৯টি গোল করেছেন দলের ভারতীয়রা। আর কোনও দলের ভারতীয় ফুটবলাররা এত গোল করতে পারেননি। ২০১৮-১৯ মরশুমে বেঙ্গালুরু এফসি দলের ভারতীয় ফুটবলাররা ২০টি গোল করেছিলেন। সেই নজির ছুঁতে আর একটি গোল বাকি এবং বাকি দুই বা তিনটি ম্যাচে লিস্টন কোলাসো, মনবীর সিংরা নতুন নজির গড়তে পারেন কি না, সেটাই দেখার।

এখনও পর্যন্ত ক্লাবের সর্বোচ্চ গোলদাতা লিস্টন করেছেন আটটি গোল। মনবীর সিং করেছেন ছ’টি গোল। নবাগত স্ট্রাইকার কিয়ান নাসিরি করেছেন তিনটি গোল। শুভাশিস বোস ও প্রীতম কোটাল একটি করে গোল করেছেন। শুধু গোল করা নয়, করানোর দিক থেকেও এগিয়ে সবুজ-মেরুন শিবিরের ভারতীয়রা। এ পর্যন্ত মোট দশটি ‘অ্যাসিস্ট’ করেছেন তাঁরা। অর্থাৎ, দেখা যাচ্ছে, ক্লাবের ২৯টি গোলে ভারতীয় ফুটবলারদের অবদান রয়েছে। অন্য কোনও দলের ভারতীয় ফুটবলারদের এত বেশি গোলে অবদান নেই।

ফিনল্যান্ডের ইউরো দলের সদস্য জনি কাউকো দলের সবচেয়ে বেশি গোলে অ্যাসিস্ট করেছেন। তিনি মোট ৬টি গোলে অ্যাসিস্ট করেছেন। সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় তিনি আপাতত রয়েছেন পাঁচ নম্বরে। সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন জামশেদপুর এফসি-র গ্রেগ স্টুয়ার্ট। সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় প্রথম দশে রয়েছেন এটিকে মোহনবাগানের তিনজন, কাউকো, হুগো বুমৌস (৫) ও রয় কৃষ্ণা (৪)। গোলের সুযোগ তৈরির ক্ষেত্রে সবার ওপরে রয়েছেন লিস্টন কোলাসো, যিনি লিগ পর্বে ৭৩ বার গোলের চেষ্টা করেছেন। গোলে সর্বোচ্চ শটের দিক থেকে লিস্টন (২৮) রয়েছেন দু’নম্বরে, কেরালা ব্লাস্টার্সের আলভারো ভাসকেজের (৩০) পরেই।

সবচেয়ে বেশি গোল বাঁচিয়েছেন এটিকে মোহনবাগানেরই গোলরক্ষক অমরিন্দর সিং। তিনি লিগ পর্বে ৫৫টি সেভ করেছেন। এই তালিকায় দু’নম্বরে হায়দরাবাদ এফসি-র লক্ষ্মীকান্ত কাট্টিমণি (৪৮)।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IPL-এ বিপাকে KKR,অংকৃষ এলেন ৯ নম্বরে! ম্যানেজমেন্টের ভুল না বাজে ক্যাপ্টেন্সি? শিলিগুড়িতে প্রাইমারি চেয়ারম্যানের টেবিল চাপড়ে শাসানি তৃণমূলের শিক্ষক নেতার! গুজরাট টাইটান্সের কাছে বড় হার, খাদের কিনারায় KKR! দেখুন IPL-র Points Table বাংলাদেশে কারাগার থেকে উধাও জেলবন্দি প্রাক্তন মন্ত্রীর সোয়েটার? কর্তৃপক্ষ বলছে … বক্স অফিসে ৬০০ কোটি ছুঁয়ে ইতিহাস গড়ল ছাবা! বলিউডের শীর্ষ ১০ তালিকায় কোথায়? IPL-এ KKR বধ করে প্লে অফের আরও কাছে গুজরাট! খাদের কিনারায় নাইট রাইডার্স ক্রিজ ছেড়ে বেরিয়ে স্টাম্প হওয়ার অপেক্ষা করছেন ব্যাটার! ‘গড়াপেটা ছাড়া আর কী?’ ‘বাইরে বেরো, দেখি কীভাবে বেঁচে বাড়ি যাস..’, ভরা কোর্টে মহিলা বিচারককে হুমকি সম্পর্কের গল্পে মুখোমুখি বিশ্বনাথ-ভাস্বর! আসছে নতুন ছবি 'অসহ্য' বাণিজ্য, প্রযুক্তি, অনেক কথাই উঠল মোদী- ভান্স আলোচনায়, কবে আসতে পারেন ট্রাম্প?

Latest sports News in Bangla

Super Cup-এ হারের ধাক্কা সামলাতে পারল না! অবসর ঘোষণা ইস্টবেঙ্গল তারকার, রিপোর্ট মোহনবাগানের দ্বিতীয় সারির দলও সেরা! Super Cup-র কোয়ার্টারে নামার আগে বলছেন নোয়াহ দলের খেলায় খুশি নন ইস্টবেঙ্গল কোচ! কেরালার কাছে হারের দায় কার উপর চাপালেন ব্রুজো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে শেষ আটে মোহনবাগানের সামনে কেরালা সুপার কাপে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মুখে কেরালা, কোথায় দেখবেন ম্যাচ? চার্চিলকে আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা আপিল কমিটির! বিশ্ব ক্রীড়া আদালতে যাচ্ছে কাশী ‘মোহনবাগান জিতেই চলেছে! তাই সমর্থকদের কষ্টটা বুঝি…' সুপার কাপের আগে বলছেন ব্রুজো জ্যাভেলিনে সোনা জিতে ইতিহাস হিমাংশুর! ভবিষ্যতের নীরজ চোপড়া পেয়ে গেল ভারত? ভারত সেরা হওয়ার পরে কত টাকা পেল ইস্টবেঙ্গলের মহিলা দল? ISL-র সঙ্গে কত পার্থক্য ইস্টবেঙ্গলের হয়ে ট্রফি গ্রহণ ক্রীড়ামন্ত্রীর! আদৌও সেটা হয়? কী আছে ফিফার প্রথায়?

IPL 2025 News in Bangla

IPL-এ KKR বধ করে প্লে অফের আরও কাছে গুজরাট! খাদের কিনারায় নাইট রাইডার্স কাটা ঘায়ে নুনের ছিটে! ইডেনে বাটলারের জলভাত ক্যাচ ছেড়ে চার রান দিলেন বৈভব তোমার ব্যাট দিয়েই অনেক রান করেছি! উপহার পেয়ে কাঁদতে কাঁদতে বিরাটকে বললেন মুশির সামনে বিয়ে নাকি? ইডেনে মরিসনের প্রশ্নে লজ্জায় লাল শুভমন গিল, কী জবাব দিলেন? গম্ভীরের দয়ায় অযোগ্য হয়েও BCCI-র কেন্দ্রীয় চুক্তি তালিকায় হর্ষিত? জানুন আসল সত্য ‘আপনারা সবাই খুব…’! IPL-এর মাঠে রাঘবকে ‘জিজু’ বলে ডাক, কী প্রতিক্রিয়া পরিনীতির পর্দার আড়ালে থেকে রোহিতকে ছন্দে ফেরালেন KKR কোচ, কেন কৃতজ্ঞতা জানালেন হিটম্যান? শ্রেয়সের সামনে কোহলির সেলিব্রেশনই শেষ নয়! PBKSকেও এবার খোঁচা দিয়ে পোস্ট RCB-র নিলামে এত টাকা নিয়ে গিয়ে কী করল CSK? IPL 2025-এ ধোনিদের ভুলটা ধরালেন রায়না-হরভজন অভিষেকের ফেরায় কি বদলাবে KKR-র ব্যর্থতার ছবি? GT-র বিরুদ্ধে নামার আগে বড় ইঙ্গিত

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.