EB vs KSC Highlights: গত ম্যাচে সুপার সিক্সে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে হার। স্বাভাবিক ভাবেই পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। কিন্তু এদিন খিদিরপুরকে ১০ গোলের মালা পরাল লাল-হলুদ।
বল দখলের লড়াইয়ে দুই দলের ফুটবলাররা। ছবি- টুইটার
EB vs KSC Highlights:খিদিরপুরের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল। বিষ্ণু এবং মহীতোষের হ্যাটট্রিকে ১০-১ ব্যবধানে জিতল লাল-হলুদ। গত ম্যাচের হারের ধাক্কা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারল বিনো জর্জের ছেলেরা।
গত ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে হারতে হয়েছে। খেলাব দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ে লাল-হলুদ শিবির। খেতাবের দৌড়ে থাকতে হলে জিততে হত ইস্টবেঙ্গলকে। সেটাই করে দেখালেন তারা। বিপক্ষকে ১০ গোলের মালা পরালেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা।
এর আগে কলকাতা ফুটবল লিগে দুবার ইস্টবেঙ্গল ক্লাব ১০ গোল করেছিল।
১০ জুন ১৯৪৩ - ইস্টবেঙ্গল ১০-০ ডালহৌসি
২৮ জুন ১৯৪৯ - ইস্টবেঙ্গল ১০-০ ক্যালকাটা গ্যারিসন
এছাড়াও ইস্টবেঙ্গল ১০ গোল দিয়েছিলো -
২৩ সেপ্টেম্বর ১৯৪৫ (রোভার্সে) ইস্টবেঙ্গল ১১-০ বি বি এন্ড সি আই রেল
২৬ ডিসেম্বর ১৯৭২ (ডুরান্ডে) ইস্টবেঙ্গল ১০-০ বি বি ষ্টার
একই ম্যাচে দুজনের হ্যাট্রিক ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে ৩৪ বছর পর করলেন বিষ্ণু ও মহিতোষ। এর আগে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে করেছিলেন চিমা ও কুলজিৎ।
26 Sep 2023, 04:57 PM IST
EB vs KSC Live: ফুট টাইম
খিদিরপুরের বিরুদ্ধে বড় জয় ইস্টবেঙ্গলের। ১০-১ ব্যবধানে জিতে খেলাবের কিছুটা সামনে এগিয়ে গেল বিনো জর্জের দল। গত ম্যাচে ব্যর্থতা কিছুটা হলেও গোল পার্থক্যে এগিয়ে গেল তারা।
26 Sep 2023, 04:55 PM IST
EB vs KSC Live: ১ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল
৯০ মিনিট- রেগুলেশন টাইমের খেলা শেষ। ১ মিনিট ইনজুরি টাইম দেওয়া হল।
26 Sep 2023, 04:47 PM IST
EB vs KSC Live: গোওওলললল…
৮০ মিনিট- ফের একটি গোল করলেন সুহের। ১০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।
26 Sep 2023, 04:37 PM IST
EB vs KSC Live: কিছুটা হলেও ডিফিন্সিভ খেলা শুরু ইস্টবেঙ্গলের
৭০ মিনিট- ৯-১ গোলে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ প্রায় জিতেই গিয়েছে বিনো জর্জের ছেলেরা। তাই কিছুটা ডিফেন্সিভ মেজাজে চলে গিয়েছে তারা।
26 Sep 2023, 04:22 PM IST
EB vs KSC Live: গোলরক্ষক পরিবর্তন করেও কোনও লাভ হল না
৫৬ মিনিট- গোলরক্ষক পরিবর্তন করেও কোনও কাজের কাজ কিছু হল না। এবার গোল করলেন সুহের। আর তাতেই ৯ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। এবারের কলকাতা লিগে সর্বোচ্চ গোল এক ম্যাচে।
26 Sep 2023, 04:20 PM IST
EB vs KSC Live: ৮ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল
৫৪ মিনিট- আট গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। এবার গোল করলেন জেসিন টিকে। তবে গোল করতে সাহায্য করেন বিষ্ণু।
26 Sep 2023, 04:16 PM IST
EB vs KSC Live: গোওওলললল…
৫১ মিনিট- ফের গোল করলেন বিষ্ণু। নিজের চারটি গোল করলেন তিনি। খিদিরপুরের ডিফেন্স কোথায়? প্রশ্ন উঠতে শুরু করেছে। গা-ছাড়া মনোভাব। সাত গোলে এগিয়ে গেল লাল-হলুদ।
26 Sep 2023, 04:13 PM IST
EB vs KSC Live: দ্বিতীয়ার্ধের খেলা শুরু
৪৬ মিনিট-৬-১ গোলে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে আরও গোলের সংখ্যা বাড়ে কিনা সেটাই দেখার। সেই সঙ্গে খিদিরপুর ব্যবধান কমাতে পারে কিনা সেই দিতে তাকিয়ে সমর্থকরা।
26 Sep 2023, 03:51 PM IST
EB vs KSC Live: হ্যাটট্রিক মহিতোষের
৪৫+৩- ফ্রি-কিক থেকে ফের গোল করে হ্যাটট্রিক করলেন মহিতোষ। প্রথামর্ধের শেষ ৬-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল।
26 Sep 2023, 03:48 PM IST
EB vs KSC Live: ফের গোওওওলললল মহিতোষের
৪৪ মিনিট- ফের গোল করে দলকে এগিয়ে দিলেন মহিতোষ। জোড়া গোল করলেন তিনি। প্রথমার্ধের আগেই ৫ গোলে এগিয়ে গেল তারা। ম্যাচের ফলাফল ৫-১। ৩ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
৩৬ মিনিট- বিষ্ণুর হ্যাটট্রিক। খিদিরপুরের দুর্বল ডিফেন্সকে কোনও রকম তোয়াক্কাই করলেন না। বলা ভালো দায়িত্ব নিয়ে দলকে ৩ গোলে এগিয়ে দিলেন তিনি।
26 Sep 2023, 03:34 PM IST
EB vs KSC Live: ম্যাচে ফেরার চেষ্টার খিদিরপুর
৩০ মিনিট- তীর্থঙ্কর মাঠে নামতেই ম্যাচে ফেরার চেষ্টা খিদিরপুরের। বল দখলে কিছুটা হলেও নিজেদের অধিপত্য বাড়াল খিদিরপুর। তবে ২ গোলে পিছিয়ে থাকায় অনেকটাই চাপে তারা।
26 Sep 2023, 03:26 PM IST
EB vs KSC Live: অল্পের জন্য গোল হাতছাড়া ইস্টবেঙ্গলের
২২ মিনিট- খিদিরপুরের ডিফেন্স যে কোনও কিছুই নেই, ফের একবার প্রমাণিত হল। গুইতে একটি দুর্দান্ত সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন। কিন্তু অল্পের জন্য দ্বিতীয় পোস্টের ধার ঘেসে বের হয়ে গেল।
26 Sep 2023, 03:19 PM IST
EB vs KSC Live: চাপ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল
১৫ মিনিট- এখনও পর্যন্ত ১৫ মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গিয়েছে। মাত্র ১০ মিনিটের মধ্যেই ২ গোলে এগিয়ে গিয়েছে লাল হলুদ। স্বাভাবিক ভাবেই বেশ চাপে পড়ে গিয়েছে খিদিরপুর। এই পরিস্থিতি থেকে ফিরে আসাটা বেশ কঠিন খিদিরপুরের কাছে।
26 Sep 2023, 03:14 PM IST
EB vs KSC Live: গোওওলললল….
১০ মিনিট- ফের গোল করলেন বিষ্ণু। খিদিরপুরের ডিফেন্সের ভুলে গোল করে দলকে এগিয়ে দিলেন লাল-হলুদের এই ফুটবলার। জোড়া গোল করে এখন দলকে ভরসা দিচ্ছেন বিষ্ণু।
26 Sep 2023, 03:09 PM IST
EB vs KSC Live: গোওওললললল……
৬ মিনিট- ফ্রি-কিক থেকে গোল বিষ্ণুর। আর তাতেই এগিয়ে গেল ইস্টবেঙ্গল। স্বাভাবিক ভাবেই চাপে খিদিরপুর। যদিও খিদিরপুরের গোলরক্ষকের হাতে বল লাগে। কিন্তু তালু বন্দি করতে পারেননি তিনি।
26 Sep 2023, 03:08 PM IST
EB vs KSC Live: শুরুতেই ফ্রি-কিক আদায় ইস্টবেঙ্গলের
৪ মিনিট- হলুদ কার্ড দেখলেন মুস্তাফা। আর তাতেই ফ্রি-কিক পেয়ে গেল ইস্টবেঙ্গল। গোল করতে পারে কিনা সেটাই দেখার।
26 Sep 2023, 03:04 PM IST
EB vs KSC Live: ম্যাচ শুরু
অবশেষে বাঁশি বাজিয়ে ম্যাচ শুরু করলেন রেফারি। শুরু থেকেই দাপিয়ে খেলার চেষ্টা লাল হলুদে। এই ম্যাচে কিছুটা হলেও ফর্মেশন বদলেছেন বিনো জর্জ।
26 Sep 2023, 02:58 PM IST
EB vs KSC Live: মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা
কলকাতা লিগের সুপার সিক্সে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং খিদিরপুর। মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা।
26 Sep 2023, 02:57 PM IST
EB vs KSC Live: খিদিরপুরের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?