ইউরোপা লিগের নকআউট রাউন্ড প্লে-অফে কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে বার্সেলোনা। প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। এখন প্লে-অফের ড্র অনুষ্ঠিত হচ্ছে। এ যেন চ্যাম্পিয়ন্স লিগের আমেজ দেখা যাবে ইউরোপা লিগে। এবার শুরুতেই মুখোমুখি হবে দুই জায়ান্ট দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা। নিজ নিজ লিগে অন্যতম শক্তিধর এ দুটি দল। ইউরোপা লিগের শেষ ষোলোর ম্যাচে তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। তবে ফুটবল ভক্ত-সমর্থকদের এবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রও বেশ চমক উপহার দিয়েছে।
আরও পড়ুন… ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা যখন…; কার্তিক না পন্ত, সেমির জন্য কাকে বাছলেন শাস্ত্রী?
এই ধারাবাহিকতায় যেন রোমাঞ্চ ছড়াচ্ছে ইউরোপা লিগেও।এবার বেশ কিছু বড়বড় নামই ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। যে কারণে উত্তেজনা বাড়ে ইউরোপা লিগে। টানা দ্বিতীয়বারের মতো খেলছে স্প্যানিশ দল বার্সেলোনা। ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসও জায়গা ধরে রাখতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগে। বরাবরই চ্যাম্পিয়ন্স লিগে চমক দেখানো আয়াক্স খেলছে এবার ইউরোপা লিগে। তাই এ লিগেও আকর্ষণ থাকছে সমর্থকদের কাছে। আর এবারের আসরে থাকছে সেভিয়ার মতো দল।
সোমবার (৭ নভেম্বর) সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয় নকআউট পর্বের ড্র। সেখানে প্রথমেই ওঠে বার্সেলোনার নাম। তারা প্রতিপক্ষ হিসেবে পায় ইউনাইটেডকে। এরপর জুভেন্তাস প্রতিপক্ষ হিসেবে পায় ফরাসি লিগ ওয়ানের দল নতেঁকে।
আরও পড়ুন… মাভিকে দিয়ে ফার্গুসনকে ফেরাবে KKR! IPL 2023-এর আগে GT-র সঙ্গে নাইটদের দল বদলের সম্ভাবনা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।