England vs South Africa ICC Women's T20 World Cup 2023 Semi-Final Live Score: লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে ইংল্য়ান্ডের সামনে বড়সড় লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। শেষমেশ জয়ের খুব কাছে এসেও থেমে যেতে হয় ইংল্যান্ডকে।
উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকা শিবির। ছবি- আইসিসি টুইটার।
প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় সেমিফাইনালে সম্মুখসমরে নামে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। শেষমেশ ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের অজিদের বিরুদ্ধে মাঠে নামার যোগ্যতা অর্জন করে আয়োজক দক্ষিণ আফ্রিকা।
24 Feb 2023, 10:18 PM IST
ম্যাচের সেরা তাজমিন
প্রথমে ব্যাট হাতে ৫৫ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেন তাজমিন ব্রিটস। পরে ৪টি দুর্দান্ত ক্যাচ ধরেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তাজমিন।
24 Feb 2023, 09:45 PM IST
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৮ উইকেটে ১৫৮ রানে আটকে যায়। ৬ রানে ম্যাচ জিতে প্রথমবার মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। সিনিয়র পর্যায়ে এই প্রথম ছেলে অথবা মেয়েদের ক্রিকেটে কোনও বিশ্বকাপের ইভেন্টের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের সারা গ্লেন ৮ ও চার্লি ডিন ১ রানে নট-আউট থাকেন। ৪ ওভারে ২৭ রান খরচ করে ৩টি উইকেট নেন শাবনিম ইসমাইল।
24 Feb 2023, 09:39 PM IST
নাইটকে ফেরালেন ইসমাইল
১৯.৩ ওভারে শাবনিম ইসমাইলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হেথার নাইট। ২৫ বলে ৩১ রান করেন তিনি। মারেন ২টি ছক্কা। ইংল্যান্ড ১৫৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চার্লি ডিন। জিততে ৩ বলে ১২ রান দরকার ইংল্যান্ডের।
24 Feb 2023, 09:37 PM IST
শেষ ওভারে ১৩ রান দরকার ইংল্যান্ডের
১৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ১৫২ রান। জিততে শেষ ওভারে ১৩ রান দরকার তাদের। হেথার নাইট ৩১ রানে ব্যাট করছেন।
24 Feb 2023, 09:32 PM IST
ক্যাথেরিন ব্রান্ট আউট
একই ওভারে ৩টি উইকেট নিলেন আয়াবঙ্গা খাকা। ১৭.৬ ওভারে তিনি এলবিডব্লিউর ফাঁদে জড়ান ক্যাথেরিন ব্রান্টকে। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন ব্রান্ট। ইংল্যন্ড ১৪০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সারা গ্লেন। জিততে শেষ ২ ওভারে ২৫ রান দরকার ইংল্যান্ডের। খাকা ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।
24 Feb 2023, 09:31 PM IST
একলেস্টোন আউট
১৭.৫ ওভারে আয়াবঙ্গা খাকার বলে বশের হাতে ধরা পড়েন সোফি একলেস্টোন। ২ বলে ১ রান করেন তিনি। ইংল্যান্ড ১৪০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাথেরিন ব্রান্ট।
24 Feb 2023, 09:26 PM IST
অ্যামি জোনস আউট
১৭.১ ওভারে আয়াবঙ্গা খাকার বলে বশের হাতে ধরা পড়েন অ্যামি জোনস। ৩ বলে ২ রান করেন তিনি। ইংল্যান্ড ১৩৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সোফি একলেস্টোন।
24 Feb 2023, 09:22 PM IST
ন্যাট সিভারকে ফেরালেন নাদিন
১৬.২ ওভারে নাদিন ডি'ক্লার্কের বলে তাজমিন ব্রিটসের হাতে ধরা পড়েন ন্যাট সিভার। এই নিয়ে ইনিংসে ৪টি ক্যাচ ধরলেন ব্রিটস। ৩৪ বলে ৪০ রান করেন সিভার। মারেন ৫টি চার। ইংল্যান্ড ১৩২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যামি জোনস। ১৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৩৭ রান। জিততে তাদের দরকার ৩ ওভারে ২৮ রান।
24 Feb 2023, 09:14 PM IST
জিততে ৫ ওভারে ৪৮ রান দরকার ইংল্যান্ডের
১৫ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ১১৭ রান তুলেছে। জিততে শেষ ৫ ওভারে ৪৮ রান দরকার তাদের। ন্যাট সিভার ২৮ রানে ব্যাট করছেন। ১৭ রানে ব্যাট করছেন হেথার নাইট।
24 Feb 2023, 09:07 PM IST
১০০ টপকাল ইংল্যান্ড
১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। তাদের স্কোর ৩ উইকেটে ১০২ রান। ন্যাট সিভার ১৭ ও হেথার নাইট ১৩ রানে ব্যাট করছেন। জিততে ইংল্যান্ডের দরকার ৬৩ রান।
24 Feb 2023, 08:59 PM IST
ওয়াটকে ফেরালেন খাকা
১০.৩ ওভারে আয়াবঙ্গা খাকার বলে তাজমিন ব্রিটসের হাতে ধরা পড়েন ড্যানি ওয়াট। ৩০ বলে ৩৪ রান করেন তিনি। মারেন ৬টি চার। ইংল্যান্ড ৮৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হেথার নাইট।
24 Feb 2023, 08:53 PM IST
১০ ওভারে ইংল্যান্ডের দরকার ৮১ রান
অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৮৪ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৮১ রান। ড্যানি ওয়াট ২৯ বলে ৩৪ রান করেছেন। তিনি ৬টি চার মেরেছেন। ১৩ বলে ১৩ রান করেছেন ন্যাট সিভার।
24 Feb 2023, 08:44 PM IST
লড়াই জারি ওয়াটদের
৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৭৫ রান। ২১ বলে ২৮ রান করেছেন ড্যানি ওয়াট। মেরেছেন ৫টি চার। ৯ বলে ১০ রান করেছেন ন্যাট সিভার। তিনি ১টি চার মেরেছেন।
24 Feb 2023, 08:35 PM IST
ক্যাপসিকে ফেরালেন শাবনিম
৫.৩ ওভারে শাবনিম ইসমাইলের বলে সদ্য ক্রিজে আসা অ্যালিস ক্যাপসির দুর্দান্ত ক্যাচ ধরেন তাজমিন ব্রিটস। ২ বল খেলে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ক্যাপসি। ইংল্যান্ড ৫৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ন্যাট সিভার। পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৫৫ রান।
24 Feb 2023, 08:32 PM IST
ডাঙ্কলি আউট
৫.১ ওভারে শাবনিম ইসমাইলের বলে তাজমিন ব্রিটসের হাতে ধরা পড়েন সোফিয়া ডাঙ্কলি। ১৬ বলে ২৮ রান করেন তিনি। মারেন ৬টি চার। ইংল্যান্ড ৫৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালিস ক্যাপসি।
24 Feb 2023, 08:30 PM IST
৫০ টপকাল ইংল্যান্ড
পঞ্চম ওভারে মলাবার বলে পরপর ৩টি চার মারেন সোফিয়া ডাঙ্কলি। ৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৫৩ রান। ডাঙ্কলি ২৮ ও ড্যানি ওয়াট ১৬ রানে ব্যাট করছেন।
24 Feb 2023, 08:26 PM IST
দাপুটে ব্য়াটিং দুই ওপেনারের
৪ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৪০ রান। ১৪ বলে ১৬ রান করেছেন ড্যানি ওয়াট। ১০ বলে ১৫ রান করেছেন সোফিয়া ডাঙ্কলি। দুই ওপেনারই ৩টি করে চার মেরেছেন।
24 Feb 2023, 08:22 PM IST
৩ ওভারেই ৩০
৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩০ রান। ৭ বলে ১০ রান করেছেন ডাঙ্কলি। ১১ বলে ১১ রান করেছেন ড্যানি ওয়াট। উভয়েই ২টি করে চার মেরেছেন।
24 Feb 2023, 08:18 PM IST
খরুচে বোলিং আফ্রিকার
২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২১ রান। ড্যানি ওয়াট ও সোফিয়া ডাঙ্কলি উভয়েই ৬ রান করে সংগ্রহ করেছেন। ৯ রান অতিরিক্ত দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
24 Feb 2023, 08:11 PM IST
ইংল্যান্ডের রান তাড়া শুরু
ড্যানি ওয়াটকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন সোফিয়া ডাঙ্কলি। বোলিং শুরু করেন মলাবা। প্রথম ওভারে ১১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ১টি চার মারেন ওয়াট।
24 Feb 2023, 07:58 PM IST
ইংল্য়ান্ডকে বড়সড় টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা
নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৬৫ রান। মারিজান কাপ ১৩ বলে ২৭ রান করে নট-আউট থাকেন। মারেন ৪টি চার। সুনে লুস ৪ বলে ৩ রান করেন। শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৯৭ রান সংগ্রহ করে।
24 Feb 2023, 07:51 PM IST
নাদিন আউট
একই ওভারে ট্রায়ন ও নাদিনের উইকেট তুলে নেন সোফি একলেস্টোন। ১৮.৪ ওভারে সোফি একলেস্টোনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নাদিন ডি'ক্লার্ক। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকা ১৪৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুনে লুস। একলেস্টোন ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
24 Feb 2023, 07:49 PM IST
ট্রায়নকে ফেরালেন একলেস্টোন
১৮.২ ওভারে একলেস্টোনের বলে ন্যাট সিভারের হাতে ধরা পড়েন ক্লোয়ি ট্রায়ন। ৩ বলে ৩ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ১৪৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাদিন ডি'ক্লার্ক।
24 Feb 2023, 07:45 PM IST
তাজমিন ব্রিটস আউট
১৭.৫ ওভারে লরেন বেলের বলে বাউন্ডারি লাইনে ক্যাথেরিন ব্রান্টের হাতে ধরা পড়েন তাজমিন ব্রিটস। ৫৫ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। মারেন ৬টি চার ও ২টি ছক্কা। দক্ষিণ আফ্রিকা ১৪২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ট্রায়ন।
24 Feb 2023, 07:42 PM IST
লড়াই জারি তাজমিনের
১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ১৩৫ রান। ৫২ বলে ৬৩ রান করেছেন তাজমিন। ৬ বলে ১১ রান করেছেন মারিজান কাপ।
24 Feb 2023, 07:31 PM IST
হাফ-সেঞ্চুরি তাজমিনের
৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তাজমিন ব্রিটস। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ১১৬ রান। তাজমিন ৫৩ ও মারিজান ২ রানে ব্যাট করছেন।
24 Feb 2023, 07:26 PM IST
লরা উলভার্ট আউট
১৩.৪ ওভারে সোফি একলেস্টোনের বলে চার্লি ডিনের হাতে ধরা পড়েন লরা উলভার্ট। ৪৪ বলে ৫৩ রান করেন লরা। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। দক্ষিণ আফ্রিকা ৯৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মারিজান কাপ।
24 Feb 2023, 07:24 PM IST
হাফ-সেঞ্চুরি লরার
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লরা উলভার্ট। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি তাঁর ষষ্ঠ ও ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি।
24 Feb 2023, 07:18 PM IST
জমাট জুটি লরা-তাজমিনের
১২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৮৩ রান। ৩৭ বলে ৪৩ রান করেছেন লরা উলভার্ট। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৩৫ বলে ৩৩ রান করেছেন তাজমিন। তিনি ৩টি চার মেরেছেন।
24 Feb 2023, 07:09 PM IST
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৬৭ রান। লরা উলভার্ট ৩৫ রানে ব্যাট করছেন। তিনি আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ১০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। ২৬ রানে ব্যাট করছেন তাজমিন।
24 Feb 2023, 07:02 PM IST
৫০ ছুঁল দক্ষিণ আফ্রিকা
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রকা। তাদের স্কোর বিনা উইকেটে ৫০ রান। লরা উলভার্ট ২৭ ও তাজমিন ১৮ রানে ব্যাট করছেন।
24 Feb 2023, 07:00 PM IST
শক্ত ভিতে দক্ষিণ আফ্রিকা
৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৪৪ রান। এখনও কোনও উইকেট না হারানোয় বড় রানের ইনিংস গড়া অসম্ভব নয় আয়োজকদের। লরা ২৪ ও তাজমিন ১৫ রানে ব্যাট করছেন।
24 Feb 2023, 06:54 PM IST
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৩৭ রান। লরা উলভার্ট ১৯ বলে ১৮ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ১টি ছক্কা। ১৭ বলে ১৪ রান করেছেন তাজমিন ব্রিটস। তিনি ২টি চার মেরেছেন।
24 Feb 2023, 06:52 PM IST
টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলা টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। সুতরাং, কেপ টাউনে রান তাড়া করবে ইংল্যান্ড।