এমনিতেই অ্যাশেজে ইংল্যান্ডের বেহাল দশা। তার উপর অলি পোপের চোট তাদের চাপ আরও বাড়িয়ে দিয়েছে। লর্ডসে তৃতীয় দিনে কাঁধের চোট নিয়েই ফিল্ডিং করতে বাধ্য হয়েছিল অলি পোপ। শুধু তাই নয়, ইংল্যান্ডের স্পিন-বোলিং কোচ জিতেন প্যাটেলের মতে, শুক্রবার তৃতীয় দিনের খেলার সময়ে কাঁধে পুনরায় চোট পাওয়া সত্ত্বেও ব্যাটসম্যান অলি পোপ লর্ডসে দ্বিতীয় অ্যাশেজ টেস্টে খেলা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
পোপ, যিনি ইংল্যান্ডের সহ-অধিনায়ক, তিনি প্রথম দিন একটি বল থামাতে ডাইভ করার সময় তাঁর ডান কাঁধে প্রাথমিক ভাবে চোট পান। যদিও সাময়িক ভাবে বরফ লাগানোর জন্য তাঁকে মাঠের বাইরে যেতে হয়েছিল, তবে তিনি ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাট করেন। তিনে নামেন এবং ৬৩ বলে ৪২ রানও করেন।
আরও পড়ুন: সবুজ সঙ্কেত অধরা, বিশ্বকাপের ভেন্যুগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে ভারতে আসবে পাক প্রতিনিধি দল
তিনে নেমে পোপ রান করার পর আম্পায়ার মারাইস এরাসমাস বলেন, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পোপকে ফিল্ডিং করতে হবে। নইলে তিন নম্বরে ব্যাট করতে নামতে পারবেন না তিনি। পোপ ফিল্ডিং না করলে কোনও পরিবর্ত ফিল্ডারও পাবেন না বেন স্টোকসরা। অর্থাৎ ১০ জনকে নিয়ে ফিল্ডিং করতে হবে তাঁদের। এই নির্দেশ নিয়েই তীব্র চটে গিয়েছে ব্রিটিশ বাহিনী।
আরও পড়ুন: মা-বোন নিয়ে কেউ কিছু বললে সহ্য করব নাকি- স্লেজিং করে রাহানের কাছে ঘাড় ধাক্কা খাওয়া নিয়ে মুখ খুললেন যশস্বী
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।