বাংলা নিউজ > ময়দান > সিদ্ধান্ত বদলে ওয়ার্নার কি অ্যাশেজের পরেই অবসর নিয়ে নেবেন? বড় ইঙ্গিত দিলেন স্ত্রী

সিদ্ধান্ত বদলে ওয়ার্নার কি অ্যাশেজের পরেই অবসর নিয়ে নেবেন? বড় ইঙ্গিত দিলেন স্ত্রী

স্ত্রীর সঙ্গে ডেভিড ওয়ার্নার।

লিডস টেস্টের পর ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ইনস্টাগ্রামে একটি মেসেজ পোস্ট করেছেন। সেখানেই তিনি অজি তারকার টেস্ট ক্যারিয়ার শেষের ইঙ্গিত দেন। যদিও অ্যাশেজের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো নিয়ে কিছু বলেননি ওয়ার্নার।

ব্যাট হাতে চূড়ান্ত অফফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। হেডিংলেতে অ্যাশেজের তৃতীয় টেস্টের দুই ইনিংসে তাঁর রান যথাক্রমে ১ এবং ৪। আগের দুই টেস্টের পারফরম্যান্সও আহামরি ছিল না। চার ইনিংসের মধ্যে মাত্র একটিতে পার করতে পেরেছিলেন ৪০ রানের গণ্ডি। ম্যাঞ্চেস্টারে তাঁর একাদশে সুযোগ পাওয়া নিয়েই উঠে গিয়েছে প্রশ্ন। টেস্টে ডেভিড ওয়ার্নারের ভবিষ্যত এখন প্রশ্নের মুখে।

এর মাঝেই লিডস টেস্টের পর ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ইনস্টাগ্রামে একটি মেসেজ পোস্ট করেছেন। সেখানেই তিনি অজি তারকার টেস্ট ক্যারিয়ার শেষের ইঙ্গিত দেন। যদিও অ্যাশেজের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো নিয়ে কিছু বলেননি ওয়ার্নার। কারণ তিনি চেয়েছিলেন, অস্ট্রেলিয়ায় ঘরের মাঠে শেষ টেস্ট খেলে অবসর নিতে। তবে তাঁর স্ত্রীর পোস্ট থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে, অ্যাশেজের পরেই হয়তো অবসর ঘোষণা করে দিতে পারেন ওয়ার্নার।

আরও পড়ুন: সপ্তম হয়েও সেই চন্দ্রকান্ত পণ্ডিতের ওপরই ভরসা রখতে চলেছে KKR?

ইনস্টাগ্রামে তিন মেয়ে এবং ওয়ার্নারের সঙ্গে ছবি পোস্ট করে ক্যান্ডিস লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটেআমাদের একটি যুগের সমাপ্তি। সময়টা দারুণ কেটেছে। আমাদের নারী গ্যাং (ক্যান্ডিসসহ তিন মেয়ে) বরাবরই তোমার সবচেয়ে বড় সাপোর্টার। ভালবাসা রইল।’ পরিবারের ছবি পোস্ট করে এমনই লেখেন ডেভিডের স্ত্রী। লিডস টেস্টের পর ওয়ার্নারের ম্যাঞ্চেস্টার টেস্টে সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন প্যাট কামিন্স। জানান, দলে ফিরতে পারেন ক্যামেরন গ্রিন। হেডিংলেতে শতরান করায় পরের টেস্টে মিচেল মার্শের জায়গা পাকা। সে ক্ষেত্রে গ্রিনকে দলে ফেরানো হলে, জায়গা খোয়াবেন ওয়ার্নার।

পরের বছরের জানুয়ারিতে শেষ বার টেস্ট খেলে যে অবসর নেবেন ওয়ার্নার, সেটা আগেই জানিয়েছিলেন। তবে অ্যাশেজে পরপর তিন টেস্টে খারাপ পারফরম্যান্সের পর কি তিনি সিদ্ধান্ত বদল করলেন? তবে ক্যান্ডিসের পোস্ট থেকে যে ওয়ার্নারের অবসরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা মানতে চাননি সমর্থকেরা। তাঁদের দাবি, অবসর নিচ্ছেন না ওয়ার্নার। তবে, এটাই সম্ভবত তাঁর শেষ ইংল্যান্ড সফর।

১৯ জুলাই থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে চতুর্থ টেস্ট। ওয়ার্নারের খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়টি নিয়ে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘আমরা আমাদের সমস্ত অপশন খোলা রাখছি। আমাদের হাতে ৯-১০ দিন বাকি রয়েছে। আমরা এখন হাল্কা মেজাজে থাকব। সমস্ত বিষয় নিয়ে ভাবব। তার পর সবাই ক্রিকেটে ফিরব। এর মধ্যে গ্রিনি (ক্যামেরন গ্রিন) ম্যাঞ্চেস্টারের জন্য ফিট হয়ে যাবে বলে আশা রাখছি। ফলে আমাদের হাতে পূর্ণ শক্তির স্কোয়াড থাকবে। আমরা উইকেট দেখব, নিজেদের মধ্যে আলোচনা করব, তার পর সিদ্ধান্ত নেব আমাদের সেরা একাদশ নিয়ে।’

আরও পড়ুন: ফিল্ডিংয়ে আরও ক্ষিপ্র হতে নয়া ড্রিলে মাতলেন কোহলিরা, অনুশীলন দেখে মজা পাবেন আপনিও- ভিডিয়ো

অন্যদিকে স্কাই স্পোর্টসের রেডিওকে মাইকেল ক্লার্ক বলেছেন,‘আমার মতে, ওদের (অস্ট্রেলিয়া দলের) এক নম্বর ইস্যু হল, ওরা এখনও ওয়ার্নারে আটকে রয়েছে। ওকে তো কম সুযোগ দেওয়া হয়নি। ব্রড (১৭ বার) ওকে বারবার আউট করছে। আমার মনে হয়, ওয়ার্নারের সময় হয়েছে (টিম থেকে বাদ পড়ার)। আর সেটা যদি হয়েই থাকে, তাহলে ব্যাটিং ওপেন করা নিয়ে এত ভাবছি কেন? আমাদের হাতে বিকল্প রয়েছে। আমার মনে হয়, মিচেল মার্শ ফর্মে রয়েছে। ওকে ওপেনার হিসেবে খেলানো যেতে পারে। আশা করি, অ্যালেক্স ক্যারিকে দিয়ে ওপেন করানো হবে না। কারণ ওকে আবার কিপিংও করতে হবে। ট্র্যাভিস হেডকে দিয়ে ওপেন করানো যেতে পারে। তা হলে স্মিথ তিনে এবং হেড চারে ব্যাট করতে পারবে (মিচেল মার্শ পাঁচে এবং ক্যামেরন গ্রিন ছয়ে)।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

Latest sports News in Bangla

AIFF-র বর্ষসেরা ফুটবলার মোহনবাগানের শুভাশিস! তালিকায় ইস্টবেঙ্গলের সৌম্যা রবসন নয়, মোহনবাগানের প্রাইম টার্গেট জাতীয় দলের এই ডিফেন্ডার! টমের বিদায় নিশ্চিত? ইতিহাস গড়লেন ব্রুনো! Europa League Semi-তে ৩-০ জিতল ম্যান ইউ! টটেনহ্যাম ৩-১ ভারতে আরশাদের খেলতে না আসা লজ্জার বিষয়!মন্তব্য নীরজ ক্লাসিকে অংশ নেওয়া থ্রোয়ারের রোনাল্ডোর পর হতাশ করলেন মেসিও! কনকাকাফ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল মিয়ামি সুুপ্রিম কোর্টে ধাক্কা খেল AIFF-র বর্তমান কমিটি!জুলাই মাস পর্যন্ত ক্ষমতা খর্ব হল সুপার কাপ ফাইনালে মানোলো বনাম খালিদ! সেমিফাইনালে মুম্বইকে উড়িয়ে দিল জামশেদপুর ক্রীড়াবিদরা টাকা নিয়ে হিসেব দিচ্ছে না! ৮ কোটি খরচের কোনও বিল না পেয়ে বিরক্ত SAI এখনও মোহনবাগানে সই হয়নি রবসন রবিনহোর! ইস্টবেঙ্গলের কাছেও সুযোগ রয়েছে? রিপোর্ট Super Cup SF MBSG vs FCG Live- মোহনবাগানকে ৩-১ হারিয়ে সুপার কাপের ফাইনালে গোয়া

IPL 2025 News in Bangla

ধোনি-কোহলির লড়াইয়ে নাক গলাবে বৃষ্টি! RCB-র ১৬ পয়েন্ট ছোঁয়ার স্বপ্ন সফল হবে না? ওর প্রতিভা দেখে আমি অভিভূত: কার কথা বললেন বাটলার? কোন ভারতীয় জিতলেন তারকার মন? আমি নিজেও দোষী… GT-র বিরুদ্ধে হারের কারণ কী? কী বললেন SRH ক্যাপ্টেন কামিন্স? ৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিতর্কিত রান-আউটে ক্ষুব্ধ গিল, রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন GT দলনায়ক 4,0,4,4,4,4- শামি কি ক্লাব পর্যায়ের বোলার? ২-১টি নয়,ওভারে ৫টি চার মারলেন সুদর্শন ১৩ বছরের ছোট অভিনেত্রীর 'হট' ছবিতে ‘লাইক’, ছড়িয়ে যেতেই প্রযুক্তিকে দুষলেন বিরাট ছেলে SRH-এর ক্রিকেটার, পিতা RCB-র সাপোর্টার! IPL কি তবে পরিবারেও ফাটল ধরাচ্ছে? MSD-র অধিনায়কত্বের লোভই CSK-র কাল হবে! আশঙ্কা ক্যারিবিয়ান তারকার,ধরিয়ে দিলেন ভুল

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.