মার্চ মাসে প্রকাশিত এফআইডিএ ক্রমতালিকায় ভালো উন্নতি হল ভারতীয় দাবাড়ু ডোম্মারাজু গুকেশের। নিজের কেরিয়ারের সর্বোচ্চ বিশ্বক্রমতালিকায় তিনি উঠে এলেন তিন নম্বরে, তাঁর রেটিং ২৭৮৭। সম্প্রতি টাটা স্টিল মাস্টার্সে তিনি দুরন্ত পারফরমেন্স করেন, রানার্স আপও হন। সেই সুবাদেই তিনি তারকা গ্র্যান্ডমাস্টারদের পিছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছেন।
আরও পড়ুন-নাকে কেঁদে লাভ নেই! ভারতকে দুবাইয়ে খেলতে হওয়া বাকিদের মতো হইচইয়ে রাজি নন কিউয়িরা
কারুয়ানা-অর্জুনকে টপকালেন গুকেশ
ফ্যাবিয়ানো কারুয়ানা, অর্জুন এরিগাইসিরা নিজেদের ছন্দ সাম্প্রতিক সময়ে হারাতেই ভারতীয় গুকেশের রাস্তা প্রশস্ত হয় প্রথম তিনে ঢুকে পড়ার ক্ষেত্রে। টাইব্রেকারে ডি গুকেশকে হারিয়ে টাটা স্টিল মাস্টার্সের শিরোপা জেতা রমেশবাবু প্রজ্ঞানন্দও ঢুকে পড়েছেন এফআইডিএ ক্রমতালিকায় প্রথম দশের মধ্যেই।
শীর্ষে সেই কার্লসেনই
এফআইডিএ ক্রমতালিকায় শীর্ষে অবশ্য রয়েছেন নরওয়ের তারকা ম্যাগনাস কার্লসেনই(২৮৩৩)। দ্বিতীয় স্থানে রয়েছেন হিকারু নাকামুরা(২৮০২)। টাটা স্টিল মাস্টার্সে হারের ফলে কারুয়ানা এবং অর্জুন দুজনেই একটু ধাক্কা খেয়েছেন। ২০ রেটিং কমে গিয়ে চতুর্থ স্থানে জায়গা হয়েছে কারুয়ানার (২৭৮৩)। ভারতের আরেক দাবাড়ু অর্জুন জায়গা পেয়েছেন ক্রমতালিকায় পঞ্চম স্থানে (২৭৭৭)।
টাটা স্টিল মাস্টার্স চ্যাম্পিয়ন হন প্রজ্ঞানন্দ
টাটা স্টিল মাস্টার্স প্রতিযোগিতা থেকে যিনি সব থেকে বেশি লাভবান হয়েছেন, তিনি হলেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ। প্রতিযোগিতার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশকে হারিয়ে দেওয়ায় রেটিংয়ে ১৭ ধাপ উন্নতি হয়েছে প্রজ্ঞার। এছাড়াও সম্প্রতি প্রেগ ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভালেও জয়ের মধ্যে থাকায় তিনি ২৭৫৮ রেটিং নিয়ে এফআইডিই ক্রমতালিকায় জায়গা করে নিয়েছেন সপ্তম স্থানে। ২০০৬ সালের পর প্রথম ভারতীয় হিসেবে এই শিরোপা জেতেন প্রজ্ঞা। শেষবার ২০০৬ সালে বিশ্বনাথন আনন্দ জিতেছিলেন।
প্রথম দশে একমাত্র কোনেরু
মহিলাদের বিভাগে এফআইডিই ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন একমাত্র ভারতীয়দের মধ্যে কোনেরু হাম্পি। তিনি আছেন ষষ্ঠ স্থানে। রমেশবাবু বৈশালী রয়েছেন ক্রমতালিকায় ১৪তম স্থানে। প্রসঙ্গত গত বছর ভারতীয় পুরুষ দলের পাশাপাশি মহিলা দলও চেস অলিম্পিয়াডে বড় সাফল্য পেয়েছিল, কিন্তু ব্যক্তিগত স্তরে সেই সাফল্য ক্রমতালিকায় দেখাতে পারলেন না বৈশালীরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।