6 মিনিটে পড়ুন Updated: 04 Aug 2022, 02:03 AM ISTTania Roy
ভারতের ঝুলিতে এখনও অবধি এ বারের কমনওয়েলথ থেকে এসেছে ১৮টি পদক। ১০টি এসেছে ভারোত্তোলন থেকে। ৩টি জুডো, ১টি লন বল, ১টি ব্যাডমিন্টন, ১টি টেবল টেনিস, ১টি স্কোয়াশ এবং ১টি হাই জাম্প থেকে। প্রথম ভারতীয় স্কোয়াশ সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েন বাংলার সৌরভ ঘোষাল।
সৌরভ ঘোষাল। ছবি- পিটিআই।
ভারোত্তোলন: লভপ্রীত সিং পুরুষদের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন। তিনি মোট ৩৫৫ কেজি উত্তোলন করেন। ১০৯+ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন গুরদীপ সিং।
জুডো: তুলিলকা মান মহিলাদের +৭৮ কেজি ফাইনালে পদক নিশ্চিক করেছেন
হকি: ভারতের মহিলা দল কানাডাকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ভারতের ছেলেরা আবার ৮-০ গোলে হারাল কানাডাকে।
বক্সিংয়ে মেয়েদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে উঠলেন নিখাত জারিন। সুতরাং, বক্সিংয়ে আরও একটি পদক নিশ্চিত করল ভারত। কোয়ার্টার ফাইনালে নিকাত হারিয়ে দেন ওয়েলসের হেলেন জোনসকে।
03 Aug 2022, 11:38 PM IST
জুডোয় রুপো জিতলেন তুলিকা
জুডোয় মেয়েদের +৭৮ কেজি বিভাগে রুপো জেতেন তুলিকা মন। তিনি ফাইনালে হেরে যান স্কটল্যান্ডের সারা অ্যাডলিংটনের কাছে। চলতি কমনওয়েলথ গেমসের জুডোয় এটি ভারতের তৃতীয় পদক।
মহিলাদের ভারোত্তোলনের ৮৭ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে প্রথম বারের প্রয়াসে ভারতের পূর্ণিমা পান্ডে ১২৫ কেজি তোলেন। তবে দ্বিতীয় বারের প্রয়াসে ভারতের পূর্ণিমা পান্ডে ১৩৩ কেজি তুলতে পারেননি। তৃতীয় বারের প্রয়াসেও ভারতের পূর্ণিমা পান্ডে ১৩৩ কেজি তুলতে পারলেন না। যার ফলে পদকের দৌড় থেকে ছিটকে গেলেন তিনি।
03 Aug 2022, 08:45 PM IST
ভারোত্তোলন - মহিলাদের ৮৭ কেজি ফাইনাল
মহিলাদের ভারোত্তোলনের ৮৭ কেজি বিভাগে স্ন্যাচে তৃতীয় বারের প্রয়াসে ভারতের পূর্ণিমা পান্ডে ১০৮ কেজি তুলতে ব্যর্থ হলেন। ফলে স্ন্যাচে তাঁর সেরা ১০৩ কেজি।
03 Aug 2022, 08:17 PM IST
হকি: কানাডাকে ৮ গোল ভারতের
ভারত শেষ পর্যন্ত কানাডাকে ৮ গোলের মালা পরাল। কানাডাকে ৮-০ হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করল ভারত। ভারত এবং ইংল্যান্ডের পয়েন্ট সমান। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ভারত। ভারত তিন ম্যাচে ২৩ গোল করেছে, ইংল্যান্ড করেছে ১৪ গোল। যে কারণে শীর্ষে জায়গা করে নিয়েছে ভারত।
03 Aug 2022, 07:20 PM IST
হকি: হাফ টাইমে ৪-০ এগিয়ে ভারতের ছেলেরা
পুরুষদের হকিতে হাফ টাইমে ৪-০ এগিয়ে ভারত। প্রথম কোয়ার্টারেই ২ গোল হয়। ৭ মিনিটের মাথায় প্রথম গোল করেন হরমনপ্রীত সিং। ১০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল অমিত রুইদাসের। এর পর ২০ মিনিটের মাথায় ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন ললিত উপাধ্যায়। ২৭ মিনিটের মাথায় ভারতের হয়ে চতুর্থ গোল গুরজন্ত সিং-এর।
03 Aug 2022, 06:30 PM IST
পদক নিশ্চিত করলেন হুসামুদ্দিন
বক্সিংয়ে ছেলেদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন মহম্মদ হুসামুদ্দিন। তিনি কোয়ার্টার ফাইনালে ৪-১ ব্যবধানে হারিয়ে দেন এনদেভেলোকে।
কানাডাকে ৩-২ হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা দল। সেমিতে উঠলেও, ভারতের জন্য খারাপ খবর হল, লালরেমসিয়ামি চোট পেয়েছেন। তাঁকে তাই শেষের দিকে সরিয়ে নিতে হয়েছিল। যদি তাঁর চোট নিয়ে কোনও আপডেট পাওয়া যায়নি।
03 Aug 2022, 05:08 PM IST
জুডো- পদক নিশ্চিত করল তুলিকা
তুলিকা মান জুডোতে মহিলাদের +78kg ইভেন্টের ফাইনালে পৌঁছেছেন। সেই সঙ্গে তিনি পদক নিশ্চিত করেছেন। তিনি নিউজিল্যান্ডের সিডনি অ্যান্ড্রুজকে হারিয়েছেন।
03 Aug 2022, 04:48 PM IST
হকি: তৃতীয় কোয়ার্টার শেষে ভারত ২ : কানাডা ২
পিছিয়ে থেকেও ভারতকে চাপে ফেলছে কানাডা। তৃতীয় কোয়ার্টারে কোনও গোলই করতে পারেননি সবিতারা। তবে একটি গোল শোধ করেছে কানাডা।
03 Aug 2022, 04:47 PM IST
স্কোয়াশ: শেষ ১৬-তে জোৎস্না-হরিন্দর
জোৎস্না চিনাপ্পা সিঙ্গলসে ব্যর্থ হলেও স্কোয়াশের মিক্সড ডাবলসে হরিন্দরকে নিয়ে লড়াই করছেন। শেষ ১৬-তেও পৌঁছে গেলেন জোৎস্না-হরিন্দর।
03 Aug 2022, 04:46 PM IST
জুডো: সেমিফাইনালে তুলিকা মান
মরিসাসের ট্র্যাকি ডারহোনকে হারিয়ে ভারতীয় জুডোকা তুলিকা মান পৌঁছে গেলেন মহিলাদের +৭৮ কেজি বিভাগের সেমিফাইনালে। সেখানে তাঁর প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সিডনি অ্যান্ড্রুস।
03 Aug 2022, 04:35 PM IST
হকি: চলছে তৃতীয় কোয়ার্টার, এগিয়ে ভারত
প্রথম কোয়ার্টারে ভারত এগিয়ে ছিল ১-০-তে। দ্বিতীয় কোয়ার্টারে সমতায় ফেরে কানাডা।তবে দ্বিতীয় কোয়ার্টারেরই ফের এগিয়ে যায় ভারত। ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন নভনীত। আপাতত খেলার ফল ভারত ২ : কানাডা ১।
03 Aug 2022, 04:07 PM IST
ভারোত্তোলন: ব্রোঞ্জ লভপ্রীতের
চলতি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন থেকে এল আরও একটি পদক। এ বার পুরুষদের ১০৯ কেজিতে ব্রোঞ্জ পেলেন ভারতের লভপ্রীত সিং। স্ন্যাচের সেরা ১৬৩ কেজি তুলেছিলেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে সেরা ১৯২ কেজি তোলেন। মোট ৩৫৫ কেজি তুলে ব্রোঞ্জ পেলেন লভপ্রীত। বিস্তারিত পড়ুন:- Bronze Medal For India: নিখুঁত পারফর্ম্যান্সে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন লভপ্রীত
03 Aug 2022, 04:02 PM IST
হকি: ১-০ এগিয়ে ভারত
কানাডার বিরুদ্ধে ম্যাচে ১-০ গোলে এগিয়ে গিয়েছে ভারত। সালিমা তেতে এগিয়ে দিলেন ভারতকে। বর্তমান ফল- ভারত ১ : কানাডা ০
03 Aug 2022, 04:01 PM IST
ভারোত্তোলন: ক্লিন অ্যান্ড জার্কে লভপ্রীত
পুরুষদের ১০৯ কেজি ভারোত্তোলনে ক্লিন অ্যান্ড জার্কে প্রথম বারের প্রচেষ্টায় ১৮৫ কেজি তোলেন লভপ্রীত সিং। দ্বিতীয় বারের তিনি ১৮৯ কেজি তোলেন। আর তৃতীয় প্রয়াসে তোলেন ১৯২ কেজি।
03 Aug 2022, 03:35 PM IST
লন বল: ওমেন্স প্যারিসে জিতল ভারত
লন বলে ওমেন্স প্যারিসে সেকশন বি-র রাউন্ড টু -তে ভারতের মেয়েরা ২৩-৬ ব্যবধানে হারাল নিউকে।
03 Aug 2022, 03:25 PM IST
লন বল - মৃদুল বোরগোহাঁই সহজ জয় পেয়েছেন
ভারতের মৃদুল বোরগোহাঁই পুরুষদের সিঙ্গলসের ডি বিভাগের রাউন্ড টু-র ম্যাচে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ক্রিস লককে ২১-৫ পরাজিত করেছেন।
03 Aug 2022, 03:23 PM IST
জুডো: কোয়ার্টার ফাইনালে দীপক দেশওয়াল
দীপক দেশওয়াল (-১০০ কেজি) প্রাথমিক রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ক্যামেরুনের ওমগবা ফৌদার বিরুদ্ধে ম্যাচে ওয়াকওভার পেয়ে যান। নিয়ম ভাঙায় শাস্তি স্বরূপ ওমগবা ফৌদাকে ডিসকোয়ালিফাই করা হয়।
03 Aug 2022, 02:56 PM IST
ভারোত্তোলন: লড়াইয়ের মঞ্চে লভপ্রীত
পুরুষদের ১০৯ কেজি ভারোত্তোলনে স্ন্যাচে প্রথম প্রয়াসে ১৫৭ কেজি তুললেন লভপ্রীত
03 Aug 2022, 02:55 PM IST
অ্যাথলেটিক্সে: পদক নিশ্চিত করার সুযোগ রয়েছে ভারতের
অ্যাথলেটিক্সে, মনপ্রীত কউর মহিলাদের শট পুট ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর তেজস্বিন শঙ্কর পুরুষদের জাম্প ফাইনালে লড়াইয়ে নামবেন। এ দিকে অনীশ কুমার সুরেন্দ্রন পিল্লাই, দেবেন্দ্র গেহলট, দেবেন্দ্র কুমার পুরুষদের ডিসকাস থ্রো F42-44/61-64 ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
03 Aug 2022, 02:27 PM IST
লন বল: পুরুষদের সিঙ্গলসে লড়াইয়ে মৃদুল
লন বলে পুরুষদের সিঙ্গলসে লড়াই শুরু ভারতের মৃদুল বরগোহাঁইয়ের।
03 Aug 2022, 01:50 PM IST
ষষ্ঠ দিনের সূচি
অ্যাথলেটিক্স:
পুরুষদের হাই জাম্প ফাইনাল - তেজস্বিন শঙ্কর (রাত সাড়ে ১১টা)