কমনওয়েলথ গেমসে সোমবারটা ভারতের জন্য আরও একটি চিত্তাকর্ষক দিন ছিল। কারণ এ দিন ভারত আরও তিনটি পদক জিতেছে - একটি রুপো এবং দু'টি ব্রোঞ্জ। পাশাপাশি আরও তিনটি পদক নিশ্চিত করেছে। সুশীলা দেবী লিকমাবাম মহিলাদের ৪৮ কেজি জুডোতে রুপো জিতেছেন। বিজয় কুমার যাদব এবং হরজিন্দর কাউর যথাক্রমে পুরুষদের ৬০ কেজি জুডো এবং মহিলাদের ৭১ কেজি ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জিতেছেন। ইতিমধ্যে লন বল মহিলা ফোরস ইভেন্টে, মিশ্র দল ব্যাডমিন্টন এবং পুরুষদের টেবিল টেনিসে পদক নিশ্চিত করেছে ভারত। ভারতের এ দিন একাধিক সোনা জয়ের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে কামাল লক্ষ্যের, জিতলেন সিন্ধু, পদক আসছে ব্যাডমিন্টনে
আজ মঙ্গলবার ব্যাডমিন্টন, টেবল টেনিস, ডিসকাস থ্রো, জিমন্যাস্টিক, ভারোত্তোলন, লন বল- সব মিলিয়ে গেমসের পঞ্চম দিনে একাধিক ফাইনাল রয়েছে। পঞ্চম দিনে ভারতীয় ক্রীড়াবিদদের সূচি-
সাঁতার:
পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক হিট দুইয়ে - শ্রীহরি নটরাজ (বেলা ৩.০৪)
পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল হিট - অদ্বৈত পেজ, কুশাগরা রাওয়াত (বিকেল ৪.১০)
আর্টিস্টিক জিমন্যাস্টিক্স:
পুরুষদের ভল্ট ফাইনাল - সত্যজিৎ মন্ডল (বিকেল ৫.৩০)
পুরুষদের প্যারালাল বারস ফাইনাল - সাইফ সাদিক তাম্বোলি (সন্ধ্যে ৬.৩৫)
আরও পড়ুন: টোকিয়ো-তে পারেননি, কমনওয়েলথেও পারলেন না, ফের বাংলাকে হতাশ করলেন প্রণতি
অ্যাথলেটিক্স:
পুরুষদের লং জাম্প কোয়ালিফাইং রাউন্ড - এম শ্রীশঙ্কর, মুহম্মদ আনিস ইয়াহিয়া (দুপুর ২.৩০)
পুরুষদের হাই জাম্প কোয়ালিফাইং রাউন্ড - তেজস্বিন শঙ্কর (বেলা ১২.০৩)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।