২৮তম জন্মদিনে হাঁটু মুড়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন অক্ষর, দেখে নিন সেই ছবি Updated: 21 Jan 2022, 12:29 PM IST Tania Roy জীবনের দ্বিতীয় ইনিংসের শুরু করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন অক্ষর প্যাটেল। নিজের জন্মদিনের দিনটিকে আরও রঙিন করে তুলতে, বান্ধবী মেহাকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি। দেখে নিন, অক্ষর-মেহার কিছু রঙিন মুহূর্তের ছবি।