ইডেনের পিচে পর্যাপ্ত ঘাস রয়েছে। শুরুর দিকে পেস বোলারদের জন্য সুবিধা থাকবে, সেটা বোঝা যাচ্ছিল স্পষ্ট। তবে হাতের তালুর মতো চেনা ইডেনের বাইশগজে ব্যাট হাতে নিজেদের যথাযথ মেলে ধরতে পারলেন না বাংলার ব্যাটসম্যানরা।
সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে টস হার বড় ধাক্কা হতে পারে বাংলার। তবে প্রথম দিনে আরও একটু পরিণত ক্রিকেট খেলতে পারতেন বাংলার ব্যাটসম্যানরা। কেননা বলের ভয়ানক নড়াচড়া চোখে পড়েনি প্রথম দিনে। উনাদকাট, সাকারিয়ারা সুইং করালেও ধারাবাহিকভাবে বলতে হাওয়ায় কথা বলাতে পারেননি।
তাছাড়া শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল দেখিয়ে দেন যে, এই পিচে রান তোলা অসম্ভব কাজ নয়। সৌরাষ্ট্রের ইনিংসে হার্ভিক দেশাইকেও ব্যাট হাতে স্বচ্ছন্দ দেখিয়েছে।
প্রথমত, সকালের প্রথম ঘণ্টায় পেসারদের সামলানো মুশকিল হবে এটা সবার জানা। তবে সে কথা মাথায় রেখে নিজেদের প্রয়োগ করতে পারেননি মনোজরা। প্রথম ওভারে জড়তা কাটার আগেই আউট হয়ে বসেন অভিমন্যু ঈশ্বরন। ভুল জাজমেন্ট দিয়ে বোল্ড হন সুদীপ ঘরামি। মনোজ অহেতুক শরীর থেকে দূরে ব্যাট বাড়িয়ে উইকেট দেন। যুক্তিহীনভাবে ব্যাট চালিয়ে আউট হন আকাশ ঘটক ও আকাশ দীপ।
নবাগত ওপেনার সুমন্ত চেতন সাকারিয়ার সুইংয়ে পরাস্ত হন। অনুষ্টুপকে বাড়তি বাউন্স কাজে লাগিয়ে সাজঘরে ফেরান চিরাগ জানি। মুকেশ-ইশানদের কাছ থেকে বিশেষ প্রত্যাশা ছিল না কারও। সব মিলিয়ে সৌরাষ্ট্রের বোলারদের বিরুদ্ধে পরিকল্পনামাফিক ব্যাট করতে ব্যর্থ হয় বাংলা। যার ফলেই তাদের প্রথম ইনিংসে ১৭৪ রানে অল-আউট হতে হয়।
মাঝের সেশনে ব্যাট করা তুলনায় সহজ ছিল, এটা মেনে নিয়েও বলতে হয় যে, ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল। দুই তারকা হাফ-সেঞ্চুরি না করলে বাংলা আরও কম রানে গুটিয়ে যেতে পারত।
বর্তমান পরিস্থিতিতে বাংলা দ্বিতীয় দিনের সকালে সৌরাষ্ট্র শিবিরে পরপর আঘাত হানতে চাইবে। প্রথম দিনে সৌরাষ্ট্র ২ উইকেট হারিয়ে ৮১ রান তোলে। প্রথম ইনিংসে যত তাড়াতাড়ি সম্ভব উনাদকাটদের অল-আউট করতে না পারলে ম্যাচে ক্রমশ পিছিয়ে পড়বে বাংলা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।