
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
এক বলে দু'বার রান আউট হলেন ব্যাটসম্যান! এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল বিগ ব্যাগ লিগ (বিবিএল)। ক্রিকেটের ইতিহাসে আদৌও এরকম ঘটনা হয়েছে কিনা, তা অনেকে ভেবেও স্মরণে আনতে পারছেন না প্রবীণ ক্রিকেটাররা।
রবিবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে মুখোমুখি হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং সিডনি থান্ডার। দশম ওভারে বল করেছিলেন সিডনির ক্রিস গ্রিন। যিনি গত মরশুমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরেছিলেন। তাঁর ওভারে নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন অ্যাডিলেডের ওপেনার জেক ওয়েদার্যাল্ড। স্ট্রাইকে ছিলেন ফিলিপ সল্ট।
ফুল লেংথে বল করেন গ্রিন। সল্ট তা গ্রিনের দিকেই জোরে মারেন। বলটি গ্রিনের হাতে লেগে উইকেটে ধাক্কা মারে। রান আউটের জোরালো আবেদনের মধ্যেই সল্ট প্রায় ১৮ গজ দৌড়ে যান। কিন্তু সেই রান আউটের আবেদ নিযে এতটাই ডুবেছিলেন, নিজের সঙ্গীর দিকে ফিরেও তাকাননি ওয়েদার্যাল্ড। পরে বুঝতে পেরে রান নিতে দৌড়ান। সিডনির উইকেট-রক্ষক স্যাম বিলিংসয়ের দিকে থ্রো যায়। তা অত্যন্ত বাজে হলেও প্রায় ক্রিজে ঢুকে যাচ্ছিলেন ওয়েদার্যাল্ড।
তারইমধ্যে রান আউটের আবেদন তৃতীয় আম্পায়ারের কাছে যায়। দেখা যায়, নন-স্ট্রাইকার এন্ডে উইকেটে বল লাগার সময় শূন্যে আছে ওয়েদার্যাল্ডের ব্যাট। স্বভাবতই তাঁকে আউট দেন তৃতীয় আম্পায়ার। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, দ্বিতীয়বারও ক্রিজে পৌঁছাতে পারেননি ওয়েদার্যাল্ড। তার ফলে এক বলে দু'বার আউট হন তিনি!
সেই রিপ্লে দেখার পর প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ওয়া বলেন, 'আগে কোনওদিন এরকম দেখিনি আমি।' অ্যাডিলেডের কোচ ফক্স ক্রিকেটে বলেন, 'না, এটা নিশ্চয়ই প্রথমবার। আমরা ভেবেছিলাম, এটা কাছাকাছি বিষয় হবে। কিন্তু ও নিশ্চিতভাবে দু'বার আউট হয়েছে।' উদ্ভট ঘটনায় অবাক হয়েছে প্রাক্তন অজি তারকা ব্রেট লিও। তিনি বলেন, 'আমি কাউকে দু'বার রান আউট হতে দেখিনি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus