শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে চট্টগ্রামে প্রথম টেস্টের চতুর্থ দিন বাংলাদেশ শুরু করেছিল তিন উইকেটে ৩১৮ রান থেকে। চতুর্থ দিনে মুশফিকুর রহিমের দুর্দান্ত শতরান এবং দিনের শেষে তাইজুলের বোলিংয়ে ভর করে ম্যাচের শেষদিনে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।
বৃষ্টির জেরে খেলা একটু দেরিতে শুরু হলেও মুশফিকুরকে দারুণ ছন্দে দেখায়। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে তিনি টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই দিন। প্রথম সেশনটা একটু দেখে খেলেন লিটন দাস ও মুশফিকুর। কোনও উইকেট না পরলেও, ৬৭ রানই তুলতে পারে বাংলাদেশ। তবে লাঞ্চের পরেই ম্যাচে ফেরে শ্রীলঙ্কা পরপর দুই বলে সেট লিটন দাসকে প্রথমে ৮৮ রানে ফেরানোর পরের বলেই, গতকাল রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়া তামিম ইকবালকেও ফেরান কাসুন রজিথা। শাকিব আল হাসানও ২৬ রানের বেশি করতে পারেননি।
তবে অপরদিকে উইকেট পড়লেও, মুশফিকুর একদিকে টিকে থাকেন। তিনি নিজের অষ্টম টেস্ট শতরানটিও করে ফেলেন। তবে চা বিরতির পরে ১০৫ রানে মুশফিকও সাজঘরে ফেরেন। শেষমেশ ৪৬৫ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৬৮ রানের মোটমুটি একটা লিড নিয়ে বোলিংয়ে নামেন টাইগাররা। লঙ্কানদের হয়ে দিমুথ করুণারত্নে এবং ওশাদা ফার্নান্দোকে বেশ জমাট দেখাচ্ছিল। তবে ননস্ট্রাইক এন্ডে ডাইরেক্ট থ্রোয়ে প্রথমে ওশাদাকে ১৯ রানে ফেরান তাইজুল ইসলাম।

দিনের শেষ বলে নাইটওয়াচ ম্যান হিসাবে নামা লসিথ এমবুলদেনিয়ারও উইকেট ছিটকে দিয়ে ম্যাচে রুচি ফিরিয়ে আনেন তাইজুলই। চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৩৯ রান দুই উইকেটের বিনিময়ে। বর্তমানে তারা ২৯ রানে পিছিয়ে। ম্যাচে ড্র হওয়ার সম্ভাবনাই বেশি হলেও, বাংলাদেশি স্পিনাররা যদি পঞ্চম দিনের প্রথম সেশনে ভাল বোলিং করে শ্রীলঙ্কার কয়েকটি উইকেট তুলে নিতে পারে, তাহলে কিন্তু খেলা জমে যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।