যখন একজন খেলোয়াড়কে নিজের সেরাটা দিয়ে পারফরম্যান্স করার জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন, তখন পরবর্তী ম্যাচে তাঁর জায়গা নিশ্চিত থাকে। কিন্তু কুলদীপ যাদবের ক্ষেত্রে সেটা হয়নি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টের জন্য ভারতের একাদশেই রাখেনি কুলদীপকে। বাঁ-হাতি স্পিনার কুলদীপকে বাদ দিয়ে জয়দেব উনাদকাটকে অতিরিক্ত পেসার হিসেবে বেছে নেয়। যেটা নিঃসন্দেহে অবাক করার মতোই ঘটনা ছিল।
কুলদীপ প্রথম টেস্টে ভারতকে ১৮৮ রানে জিততে সাহায্য করেছিলেন। তিনি প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের ভিত নড়িয়ে দিয়েছিলেন। পাশাপাশি তিনি প্রথম ইনিংসে ব্যাট হাতেও ৪০ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নিয়েছিলেন কুলদীপ। এত ভালো পারফরম্যান্সের পরেও দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ দেওয়া হয় কুলদীপকে।
আরও পড়ুন: ১২ বছরের তপস্যার শেষে প্রথম টেস্ট উইকেট উনাদকাটের,দেখুন সেই আবেগঘন মুহূর্ত
প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর এতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘একজন ম্যান অফ দ্য ম্যাচকে বাদ দেওয়া, এটি অবিশ্বাস্য। আর কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যিই অবাক লাগছে। ২০ উইকেটের মধ্যে ৮ উইকেট পাওয়া বোলার পরের ম্যাচে বাদ!’
তবে সিনিয়র পেসার উমেশ যাদব এই সিদ্ধান্তের পক্ষে বলেছেন যে, এটি ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি ছিল। যা প্রত্যেক ক্রিকেটারকে মোকাবিলা করতে হবে। প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর উমেশ সাংবাদিকদের বলেন, ‘এটি আপনার জার্নিরই পার্ট। আমার সঙ্গেও এমনটা ঘটেছে। কখনও কখনও আপনি পারফরম্যান্সের কারণে দলের বাইরে থাকেন এবং কখনও কখনও এটি ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি হয়। দলের প্রয়োজন মেনে নিতেই হবে।’
আরও পড়ুন: প্রায় ১ বছর ৯ মাস বাদে জাতীয় দলে ফিরলেন জোফ্রা, নিশ্চিন্ত হতে পারে MI
মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন উমেশ যাদব। তিনি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৫ ওভার বল করে ৪টি মেডেন সহ ২৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।
অন্যদিকে অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও চার উইকেট তুলে নিয়েছেন (২১.৫-৩-৭১-৪)। কুলদীপ যাদবকে বসিয়ে জয়দেব উনাদকাট খেলানো হয়েছে। উনাদকাট ২ উইকেট নিয়েছেন (১৬-২-৫০-২)। বাংলাদেশ প্রথম দিনই ২২৭ রানে অল আউট হয়ে যায়। জবাবে প্রথম দিনের শেষে ভারত বিনা উইকেটে ১৯ রান করে।
উমেশ আরও বলেন, ‘যখন ওর (উনাদকাট) অভিষেক হয়েছিল, আমি ওর সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ছিলাম। তাই আমি ওর জন্য খুব খুশি। ও অবশেষে সুযোগ পেয়েছে। ঘরোয়া মরশুমে ও ভালো পারফর্ম করেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।