কোথায় হবে এশিয়া কাপ, তা নিয়ে জল্পনার শেষ ছিল না। মাঝে ভারতের নামও উঠে এসেছিল। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপ হতে চলেছে সংযুক্ত আবর আমিরশাহিতে। বুধবার সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে।
প্রথমে শ্রীলঙ্কাতে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে সেখানে টুর্নামেন্ট আয়োজন করার অবস্থা নেই। বেশ কয়েক দিন ধরে সরকার বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। অর্থনৈতিক সঙ্কটে ডুবে গোটা দেশ। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার ক্রিকেটের কর্তারা জানিয়ে দিয়েছিলেন, দেশের অস্থির পরিস্থিতির কারণে তাঁদের পক্ষে প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয়। তাই বিকল্প হিসেবে অনেক নামই উঠে এসেছিল। তবে চূড়ান্ত করা হল সংযুক্ত আরব আমিরশাহিকে। যেখানে গিয়ে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নাস্তানাবুদ হয়েছিল ভারত। ছিটকে গিয়েছিল বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই।
এ বার সেখানেই এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো পরিস্থিতিতে পড়তে হবে না তো রোহিত শর্মার ভারতের?
আরও পড়ুন: আইসিসি-র চেয়ারম্যান হওয়ার নিয়মে বড় বদল, দৌড়ে এগিয়ে BCCI প্রেসিডেন্ট সৌরভ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।