পিরিয়ডের আগে বা পিরিয়ডের সময় হঠাৎ রেগে যাওয়া, অল্পেই মন খারাপ, অভিমান সহ বিভিন্ন লক্ষণ দেখা যায় পিরিয়ডের সময়। খুব অল্পেই উত্তেজিত হয়ে যাওয়াই হল মুড সুইংয়ের লক্ষণ। এই সময় কান্নাকাটির প্রবণতা দেখা যায় মহিলাদের মধ্যে। আসে ডিপ্রেশন। ক্রমে ক্রমে টেনশন, রাগ, অ্যংজাইটির সমস্যা দেখা যায়।