Man ‘wanted’ to kill Donald Trump: ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে? Updated: 16 Sep 2024, 10:21 AM IST Ayan Das রায়ান ওয়েসলি রাউথ - প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার পরে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ওই ব্যক্তি আদতে কে? তাঁর ইতিহাস কী? তাঁর নাকি নজর ছিল পাকিস্তানের দিকেও। আমন্ত্রণ জানিয়েছিলেন কিম জন-উন।