বিগত কয়েক বছরে কোভিডের জেরে অনেকেই প্রাণ হারিয়েছেন দেশে। এদের মধ্যে অনেকেই পরিবারের অকমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। আবার অনেকেই পরিবারের জন্য বা নিজের প্রয়োজনে ঋণ নিয়েছিলেন ব্যাঙ্ক থেকে। তা সে ব্যক্তিগত হোক, গৃহঋণ হোক কি গাড়ি কেনার জন্য... সেই ঋণ পরিশোধ করার আগেই মারা গিয়েছেন অনেক ঋণগ্রহীতা। এই আবহে মৃত ব্যক্তির হয়ে বকেয়া ঋণ কে মেটাবে?