Super Cup Live Streaming: লাল-হলুদকে চ্যালেঞ্জ শ্রীনিধির, বাগান মুখোমুখি হায়দরাবাদের, কোথায়, কী ভাবে দেখবেন দু'টি ম্যাচ? Updated: 14 Jan 2024, 09:00 AM IST Tania Roy প্রথম ম্যাচে জয় দিয়েই কলিঙ্গ সুপার কাপের অভিযান শুরু করেছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। রবিবার দুই দলের সামনে ফের কঠিন চ্যালেঞ্জ। দুই প্রধানই তরী পার করতে পারে কিনা, সেটাই দেখার!