Rain and Winter Weather: মঙ্গলে শুরু হচ্ছে বৃষ্টি, বাংলার কোন কোন জেলা ভিজবে? শীতের কাঁপুনি কতটা থাকবে? রইল আবহাওয়ার খবর
Updated: 30 Jan 2024, 08:48 AM IST Sritama Mitra 30 Jan 2024 weather, weather update, west bengal weather news, west bengal rain and cold forecast, আবহাওয়া, আবহাওয়ার খবর, পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর, বৃষ্টির পূর্বাভাসবাংলায় দক্ষিণে জেলায় জেলায় ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্... more
বাংলায় দক্ষিণে জেলায় জেলায় ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে বৃষ্টি। এমনই সম্ভাবনার কথা বলা হয়েছে হাওয়া অফিস থেকে।
হাড় কাঁপানো ঠান্ডা উত্তর ভারতে- উত্তর ভারতের বিভিন্ন জায়গায় কনকনে ঠান্ডায় যেন গায়ে কাঁটা ফোটার অনুভূতি! এরই মধ্যে আইএমডি জারি করে দিয়েছে ‘কোল্ড ডে অ্যালার্ট’ দিল্লির বিভিন্ন জায়গার জন্য। আইএমডি জানিয়েছে পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায় ২৯ থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টির আধিক্য দেখা যেতে পারে বিভিন্ন এলাকায়। জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুাজাফরাবাদ, হিমাচল প্রদেশ ফেব্রুয়ারি ৩ পর্যন্ত মাঝারি থেকে হালকা বৃষ্টি ও বরফপাত অনুভূত হতে পারে। ৩০ থেকে ৩১ এর মধ্যে কাশ্মীরে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
(AFP) পরবর্তী ফটো গ্যালারি