WB primary scholarship fee: প্রথম ১১-র মধ্যে ৭ জনই সরকারি স্কুলের, চতুর্থ শ্রেণির বৃত্তিতে কে কত টাকা পাবে? Updated: 21 Dec 2023, 01:28 PM IST Ayan Das প্রথম ১১ জনের মধ্যে সাতজনই সরকারি প্রাথমিক স্কুলের - প্রকাশিত হল বৃত্তি পরীক্ষার ফলাফল। কে প্রথম স্থান অধিকার করল, কারা দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করল, পাশের হার কত দাঁড়াল, বৃত্তি হিসেবে কত টাকা মিলবে, তা দেখে নিন।