WB Govt Employees DA: ‘এই টাকায় দুই কিস্তি ডিএ হয়ে যায়’, বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ ভাতার কী হবে?
Updated: 29 Jul 2022, 12:17 PM IST Abhijit Chowdhury 29 Jul 2022 partha chatterjee, arpita mukhejee, west bengal government employees, dearness allowance, dearness allowance hike, 6th pay commission, 7th pay commission, ষষ্ঠ বেতন কমিশন, সপ্তম বেতন কমিশন, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী6th Pay Commission DA: পার্থকাণ্ডের পর এমনিতেই চাপে রয়েছে তৃণমূল সরকার। এই আবহে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ দিতে সরকারের উপর চাপ বাড়াচ্ছে সরকারি কর্মীরা। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার ফোঁড়ণ কেটে তাঁদের বক্তব্য, যে টাকা উদ্ধার হয়েছে, তাতে দুই কিস্তির মহার্ঘ ভাতা হয়ে যায় কর্মীদের।
পরবর্তী ফটো গ্যালারি