USA on Indian Lok Sabha Election Result: ভারতের নির্বাচনের প্রশংসায় আমেরিকা, বিজেপি 'পিছিয়ে পড়ায়' কী বলল ওয়াশিংটন? Updated: 05 Jun 2024, 06:58 AM IST Abhijit Chowdhury সাত দফায় চলা লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হল মঙ্গলবার। তৃতীয়বারের মতো এনডিএ সরকার গঠন করতে চললেও বড় ধাক্কা খেয়েছে বিজেপি। এই আবহে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রশংসা শোনা গেল আমেরিকার গলায়।