জি ২০ এর সময় মোদীর সঙ্গে কানাডায় খালিস্তানি জঙ্গি নিজ্জর হত্যা নিয়ে আলোচনা করেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন-Report
Updated: 22 Sep 2023, 08:14 AM ISTজি ২০তে এসে নিজ্জর হত্যা প্রসঙ্গ মোদীর সামনে তোলেন বাইডেন। খলিস্তানি ইস্যুতে বিতর্কের মাঝে দাবি নয়া রিপোর্টের।
ফিনান্সিয়াল টাইমস-এর রিপোর্ট বলছে, কানাডার দাবি, খালিস্তানপন্থী নেতা নিজ্জরের হত্যায় ভারতের হাত রয়েছে, আর ঠিক সেই প্রসঙ্গ নিয়েই জি২০ তে মোদীর সামনে প্রসঙ্গ উত্থাপন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উল্লেখ্য, রিপোর্ট বলছে, শুধু জো বাইডেন নন, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও এই বিষয়ে প্রশ্ন তোলে। 'ফাইভ আই' শীর্ষক যে ইন্টালিজেন্স শেয়ারিং নেটওয়ার্কভূক্ত দেশগুলি রয়েছে, তাদের তরফে মোদীর সঙ্গে আলোচনায় এই প্রসঙ্গ তোলা হয়। REUTERS/Evelyn Hockstein/File Photo
(REUTERS) পরবর্তী ফটো গ্যালারি