Tokyo 2020: ৯৭ বছরে অলিম্পিক্সে প্রথম সোনা ফিলিপিন্সের, ইতিহাসে হিদিলিন দিয়াজ Updated: 27 Jul 2021, 04:05 PM IST Tania Roy ১৯২৪ সাল থেকে অলিম্পিক্সে অংশ নিচ্ছে ফিলিপিন্স। গত ৯৭ বছরে ১০টি পদক জিতলেও, কখনও সোনা পায়নি ফিলিপিন্স। সেই আক্ষেপটা সোমবার মেটালেন হিদিলিন দিয়াজ। মেয়েদের ভারোত্তোলনে ৫৫ কেজি বিভাগে শ্রেণিতে সোনা জেতেন ৩০ বছরের দিয়াজ।