আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। সেই অনুষ্ঠানে মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সেই অনুষ্ঠানে তাঁরা যাবেন না বলে জানিয়ে দিয়েছে কংগ্রেস। অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান করেছেন তাঁরা।