RG Kar Ex Principal Sandip Ghosh Updates: সেদিন ভোররাতে আরজি করে এসেছিলেন সন্দীপ ঘোষ, বলছে মোবাইল লোকেশন, দাবি রিপোর্টে
Updated: 24 Sep 2024, 03:40 PM ISTআরজি কর কাণ্ডের পর দেড় মাসের বেশি কেটে গিয়েছে। তবে এখনও রহস্যই থেকে গিয়েছে সেই খুনের ঘটনা। এরই মাঝে চাঞ্চল্যকর এক দাবি করা হল রিপোর্টে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, সন্দীপ ঘোষ ৮ অগস্টের গভীর রাতে নিজের বাড়িতে ছিলেন না। বরং তাঁর মোবাইল লোকেশন অনুযায়ী, তিনি আরজি করে ছিলেন।
পরবর্তী ফটো গ্যালারি