RG Kar Doctor Rape And Murder Latest : 'সেই রাতে সেমিনার হলে সন্দীপ...', আরজি কর কাণ্ডে সামনে আরও বিস্ফোরক অভিযোগ
Updated: 17 Aug 2024, 11:11 AM ISTআজ ফের সিবিআই জেরার সামনে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সেই সন্দপ ঘোষের বিরুদ্ধে সামনে এল আরও এক বিস্ফোরক অভিযোগ। এই সন্দীপ ঘোষ নাকি খুনের রাতেই গিয়েছিলেন সেমিনার হলে। মৃত চিকিৎসকের দেহের সামনে বসে বৈঠকও করেছিলেন তিনি। এমনই দাবি বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
পরবর্তী ফটো গ্যালারি