৪ পুজোকে সেরার স্বীকৃতি রাজভবনের, তালিকায় রয়েছে কারা? Updated: 25 Oct 2023, 10:37 AM IST Chiranjib Paul মূলত থিম, মণ্ডপ সজ্জা এবং বিষয় ভাবনার উপর ভিত্তি করে সেরা পুজোগুলিকে বেছে নেওয়া হয়েছে। তবে রাজভবন জানিয়েছে, মণ্ডপগুলিতে বাঙালিয়ানা ছোঁয়া আছে কিনা তাও দেখেছেন রাজ্যপাল।