আজ দক্ষিণবঙ্গের একটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এরই মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় আজ জারি থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। এমনকী দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহের জন্য। অপরদিকে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।