Passenger Defecates in Air India Flight: মুম্বই-দিল্লি AI উড়ানে মলত্যাগ ব্যক্তির, করলেন প্রস্রাবও! 'নষ্ট' তিনটি আসন Updated: 27 Jun 2023, 08:58 AM IST Abhijit Chowdhury বিমানে নিজের আসন ছেড়ে অন্য আসনে গিয়ে মলত্যাগ করলেন এক যাত্রী। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার এক উড়ানে। অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। জানা গিয়েছে, বিমানের তিনটি আসন 'নষ্ট' করেন সেই অভিযুক্ত ব্যক্তি।