শুধু অনলাইনেই হবে বুকিং, জেনে নিন ট্রেনে উঠতে আর কী কী নিয়ম মানতে হবে Updated: 10 May 2020, 09:42 PM IST HT Bangla Correspondent আগামী ১২ মে থেকে দেশে আংশিকভাবে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। তবে সেজন্য একাধিক শর্ত মেনে চলতে হবে। জারি করা হয়েছে একাধিক নিয়ম। কী সেগুলি, দেখে নিন একনজরে -