'INDIA' নাম নিয়ে কি ছিল নীতীশের দোনামনা?প্রেস কন্ফারেন্সে অনুপস্থিতি বিহারের ২ প্রাক্তন মুখ্যমন্ত্রীর! চর্চা তুঙ্গে Updated: 19 Jul 2023, 12:50 PM IST Sritama Mitra মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী জোট বৈঠকের শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে যোগ না দিয়ে জেডিইউ প্রধান নীতীশ কুমার তাঁর নিজের চার্টার্ড বিমানে রওনা দেন পাটনার উদ্দেশে। অন্যদিকে, আরজেডি প্রধান লালুপ্রসাদও তাঁর ছেলে তেজস্বীকে নিয়ে রওনা দিয়েছেন একইভাবে।