Arvind Kejriwal:'আজই মণীশ যদি বিজেপিতে যোগ দেন...' উপমুখ্যমন্ত্রীর গ্রেফতারি ও ইস্তফার পর মুখ খুললেন কেজরিওয়াল
Updated: 01 Mar 2023, 08:48 PM IST Sritama Mitra 01 Mar 2023 Arvind Kejriwal, Arvind Kejriwal on aap leader Manish Sisodia, Kejriwal talks after sisodia's arrest, মণীশ সিসোদিয়ার গ্রেফতারির পর মুখ খুললেন কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়াদলীয় নেতামন্ত্রীদের প্রতি কেজরিওয়াল কী বার্তা দিয়েছেন, তার বিবতি প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন,' সব কেস তুলে নেওয়া হবে। যদি আজই সত্যেন্দ্র জৈন বিজেপিতে যোগ দেন, তাহলে সব কেস তুলে নেওয়া হবে, আল কালই তাঁকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। ইস্যুটা দুর্নীতি নয়, ইস্যুটা হল কাজ বন্ধ করা আর বিরোধীদের বিরুদ্ধে সিবিআই আর ইডিকে লাগানো।' তাঁর প্রশ্ন,'মণীশ যদি বিজেপিতে যোগ দেন, তাহলে কি তাঁর বিরুদ্ধে সব কেস তুলে নেওয়া হবে না?'
পরবর্তী ফটো গ্যালারি