Myanmar Chin State Latest Update: বড় জয় বিদ্রোহীদের, রাখাইনের পর 'পতন' মায়ানমারের কুকি অধ্যুষিত চিন প্রদেশের Updated: 25 Dec 2024, 07:24 AM IST Abhijit Chowdhury কয়েকদিন আগেই রাখাইনের অধিকাংশ এলাকার দখল নেওয়ার দাবি করেছিল মায়নমারের বিদ্রোহীরা। আর এবার ভারতের মণিপুর লাগোয়া চিন প্রদেশের অধিকাংশ এলাকা থেকে জুন্তা বাহিনীকে সরিয়ে ফেলার দাবি করল বিদ্রোহীরা।