সন্ত্রাস পড়শির রাষ্ট্রনীতি- দায়িত্ব নিয়েই পাকিস্তানকে বিঁধলেন সেনাপ্রধান নারভানে
Updated: 31 Dec 2019, 07:16 PM IST Arghya Prasun Roychowdhury 31 Dec 2019 Army chief, MM Narvane, Indian Armyভারতের ২৮তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন... more
ভারতের ২৮তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন মনোজ মুকুন্দ নারভানে। এর আগে সহকারী প্রধানের দায়িত্ব পালন করছিলেন তিনি। বিপিন রাওয়াত প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হওয়ার পর তাঁর পদে এলেন নারভানে। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির ছাত্র তিনি। দীর্ঘদিন ইস্টার্ন কম্যান্ডের দায়িত্ব সামলেছেন তিনি। ৩৯ বছরের পেশাদার জীবনে নানান চ্যালেঞ্জ অনায়াসে সামলেছেন তিনি। কিন্তু এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন তিনি। একদিকে চিন, অন্যদিকে পাকিস্তানকে সামলাতে হবে তাঁকে। দীর্ঘদিন জম্মু-কাশ্মীর ও উত্তরপূর্বে ছিলেন তিনি। রাষ্ট্রীয় রাইফেলসের একটি ব্যাটিলিয়নেরও তিনি কাশ্মীরে নেতৃত্বে ছিলেন। শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসাবে ছিলেন শ্রীলঙ্কায়। ডিফেন্স অ্যাটাচি হিসাবে ছিলেন মায়ানমারে। শিখ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে ১৯৮০ সালে যোগ দেন তিনি। তিনি সেনা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল ও অতি বিশিষ্ট সেবা মেডেল পেয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে সুচারু ভাবে অপারেশন সম্পন্ন করার জন্য।
পরবর্তী ফটো গ্যালারি