US Vs China: ইলেকট্রনিক গাড়ি, চিপ সহ একাধিক চিনা পণ্যে আমেরিকায় উচ্চ শুল্ক চাপালেন বাইডেন! পাল্টা কৌশলের পথে বেজিংও
Updated: 15 May 2024, 12:18 AM ISTচিন থেকে আমেরিকায় আমদানি করা ইলেকট্রনিক গাড়ি, ব্য... more
চিন থেকে আমেরিকায় আমদানি করা ইলেকট্রনিক গাড়ি, ব্যাটারি চিপসের ওপর বাড়তি শুল্ক চাপিয়ে দিয়েছে বাইডেন প্রশাসন। বিষয়টি ভালোভাবে নেয়নি চিনও। চিনের বাণিজ্য মন্ত্রক সঙ্গে সঙ্গেই মার্কিন এই পদক্ষেপের বিরোধিতা করেছে।
চিন থেকে আমেরিকায় আমদানি করা ইলেকট্রনিক গাড়ি, ব্যাটারি চিপসের ওপর বাড়তি শুল্ক চাপিয়ে দিয়েছে বাইডেন প্রশাসন। বিষয়টি ভালোভাবে নেয়নি চিনও। চিনের বাণিজ্য মন্ত্রক সঙ্গে সঙ্গেই মার্কিন এই পদক্ষেপের বিরোধিতা করেছে। চিন জানিয়ে দিয়েছে, নিজের স্বার্থ রক্ষায় তারাও এবার পদক্ষেপ করবে যথাযথ। এদিকে হোয়াইটহাউস জানিয়েছে, ইলেকট্রনিক গাড়িতে শুল্ক ১০০ শতাংশ ও সেমিকন্ডাক্টারে শুল্ক ৫০ শতাংশ চাপানো হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি