মার্কিন বাজারে মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। এই আবহে ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। গত ৬ মাসে ভারতের তিনটি বড় আইটি সংস্থার কর্মী সংখ্যা কমেছে প্রায় ২৫ হাজার। এদিকে নতুন কর্মী নিয়োগেও তেমন কোনও আগ্রহ নেই সংস্থাগুলির।