IPL Playoffs Chances: গুজরাট টাইটান্স ইতিনধ্যে পৌঁছে গিয়েছে আইপিএল-এর প্লে অফে। এদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে বাড়ির টিকিট কাটা হয়ে গিয়েছে মুম্বই ও চেন্নাইয়ের। এই আবহে বাকি সব দলেরই অল্প বিস্তর সুযোগ রয়েছে আইপিএল প্লে অফে জায়গা করে নেওয়ার। এই আবহে আরসিবির হার প্লেঅফের সমীকরণ পালটে দিয়েছে অনেক দলের জন্যই।