গুজরাটের সঙ্গে হায়দরাবাদের ম্যাচটি না হলে, পয়েন্ট ভাগাভাগি হলে, অন্য ভাবে চাপে পড়বেন কামিন্সরা। তাঁরা টাইটান্সকে হারিয়ে, এই ম্যাচ জিততে পারলে, দুইয়ে শেষ করার সুযোগ থাকত। সেই অঙ্কটা জটিল হয়ে যাবে। রাজস্থান যদি শেষ ম্যাচ জেতে, সেক্ষেত্রে হায়দরাবাদও তাদের শেষ ম্যাচ জিতলেও, দুইয়ে শেষ করতে পারবে না।