iPhone Price Slash: আইফোন ১৫ আসতেই হু হু করে দাম কমল অ্যাপেলের আগের ফোনগুলির! জানুন নয়া রেট Updated: 14 Sep 2023, 01:06 PM IST Abhijit Chowdhury মঙ্গলবার লঞ্চ করা হয়েছে আইফোন ১৫। আইফোন ১৫ প্লাস, প্রো, প্রো ম্যাক্স সহ একাধিক স্টোরেজের মডেল প্রকাশ্যে আনা হয়েছে। সেই ফোনগুলির দামও প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে অনেকটা দা কমে গেল আইফোন ১৪ এবং আইফোন ১৩-এর মডেলগুলির।