ভারত দ্রুত নিজেদের পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে। এমনই মত স্টকহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের। সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে সুইডেন ভিত্তিক এই 'থিংক ট্যাঙ্ক'। তাতে বলা হয়েছে, চিনের যেকোনও জায়গায় আঘাত হানতে সক্ষম দূরপাল্লার অস্ত্রের ওপর বিশেষ জোর দিচ্ছে ভারত।