Train Cancelled: শুক্রবার ও সোমবার বাতিল একাধিক ট্রেন,সময় বদল আরও কয়েকটি ট্রেনের Updated: 17 Feb 2022, 11:48 AM IST Abhijit Chowdhury পাওয়ার ও ট্রাফিক ব্লকের জন্য একাধিক ট্রেনের সময় বদলাল রেল। পাশাপাশি বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। আদ্রা ডিভিশনের ট্রেনের সময় বদল করা হয়েছে বা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল।