কয়েক সপ্তাহ আগেই প্রকাশিত হয় মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল। তাতে বেজিংয়ের কাছে 'হার' হয় দিল্লির। উল্লেখ্য, সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দুই প্রার্থীর একজন ছিলেন দিল্লিপন্থী, অপরজন চিনপন্থী। নির্বাচনে চিন ঘনিষ্ঠ নেতার জয় হয় সেখানে। আর সম্প্রতি বেজিংয়ে যান সেই জয়ী প্রার্থী মহম্মদ মুইজ্জু।